পৃথিবীর কয়টি গতি ও কী কী? তাদের সংজ্ঞা দাও

পৃথিবীর কয়টি গতি ও কী কী? তাদের সংজ্ঞা দাও
পৃথিবীর কয়টি গতি ও কী কী? তাদের সংজ্ঞা দাও
পৃথিবীর গতি দুটি। যথা– (ক) আবর্তন গতি বা আহ্নিক গতি ও (খ) পরিক্রমণ গতি বা বার্ষিক গতি।

• আবর্তন গতি : 

পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 661/½° কোণে হেলে নিজের অক্ষ বা মেরুরেখার চারদিকে পশ্চিম থেকে পূর্বে বিরামহীনভাবে লাট্টুর মতো পাক খেয়ে চলেছে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে।
পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘণ্টা বা 1 দিন। তাই আবর্তন গতিকে আহ্নিক গতি (অহ্ন = দিন) বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি (1674 কিমি/ঘণ্টা) এবং দুই মেরুর দিকে ক্রমশ কমতে থাকে।

• পরিক্রমণ গতি: 

পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার চারদিকে আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট সময়ে ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বলে।
পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড বা এক বছর। তাই পরিক্রমণ গতিকে বার্ষিক গতি বলা হয়। পৃথিবীর পরিক্রমণের গতিবেগ 30 কিমি/ সেকেন্ড।

Leave a Comment