পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য
পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য লেখো |
কক্ষপথ (Orbit of the Earth)
পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যকে ক্রমাগত পরিক্রমণ করে, তাকে পৃথিবীর কক্ষপথ বলে।
কক্ষপথের বৈশিষ্ট্য
সৃষ্টি: পৃথিবীর সূর্যকেন্দ্রিক পরিক্রমণ গতির জন্য কক্ষপথটি সৃষ্টি হয়েছে;
আকৃতি: পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার হয়; দৈর্ঘ্য: এটি গড়ে প্রায় 96 কোটি কিমি দৈর্ঘ্যবিশিষ্ট;
কক্ষকেন্দ্রিক মেরুরেখা: পৃথিবীর কক্ষকেন্দ্রিক মেরুরেখাটি 66/½° কোণে হেলে অবস্থান করে;
কক্ষকেন্দ্রিক পৃথিবীর গতি: পৃথিবী তার কক্ষপথে প্রতি সেকেন্ডে 30 কিমি বেগে ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যকে পরিক্রমণ করে। কক্ষপথের নাভিতে (Focus) সূর্য অবস্থান করছে।