পৃথিবীতে লম্ব সূর্যরশ্মির তুলনায় তির্যক সূর্যরশ্মিতে উষ্ণতা কম অনুভূত হয় কেন

পৃথিবীতে লম্ব সূর্যরশ্মির তুলনায় তির্যক সূর্যরশ্মিতে উষ্ণতা কম অনুভূত হয় কেন
পৃথিবীতে লম্ব সূর্যরশ্মির তুলনায় তির্যক সূর্যরশ্মিতে উষ্ণতা কম অনুভূত হয় কেন
পৃথিবীর মেরুরেখাটি তার কক্ষের সঙ্গে 66½° কোণে হেলে থাকায় সূর্যরশ্মি পৃথিবীতে কোথাও লম্ব আবার কোথাও তির্যকভাবে কিরণ দেয়। দেখা যায়, লম্ব সূর্যরশ্মির বদলে তির্যক সূর্যরশ্মিতে পৃথিবীতে উষ্ণতা কম অনুভূত হয়, কারণ— 
• তির্যক সূর্যরশ্মি বায়ুমণ্ডলের অনেকগুলি স্তর ভেদ করে আসে বলে তার প্রাবল্য কম উষ্ণতা-র হয়। 
• তির্যক সূর্যরশ্মি পৃথিবীর বেশিরভাগ জায়গায় ছড়িয়ে পড়ে। তির্যক রশ্মি অধিক দূরত্ব অতিক্রম করে আসে বলে জলীয়বাষ্প, ধূলিকণা, মেঘ সেটি প্রভৃতি দ্বারা শোষিত হয়ে যায় বলে এটি যখন ভূপৃষ্ঠে পৌঁছোয় তখন তার তাপমাত্রা অনেক কমে যায়। এই কারণে নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ হ্রাস পায়।

Leave a Comment