নেপোলিয়ন কেন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন

নেপোলিয়ন কেন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন
নেপোলিয়ন কেন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন
ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট কর্তৃক মহাদেশীয় অবরোধ জারি করার পশ্চাতে একাধিক কারণ দায়ী ছিল–

ইংল্যান্ডের বাণিজ্য ধ্বংস

নেপোলিয়ানের লক্ষ্য ছিল ইউরোপের বিভিন্ন দেশে ইংল্যান্ডের পণ্য রপ্তানি বন্ধ করে ইংল্যান্ডের বাণিজ্য ধ্বংস করা।

ইংল্যান্ডের আর্থিক অবনতি

ইংল্যান্ডের শিল্প সমৃদ্ধ বাণিজ্য ধ্বংস করলে সেখানকার কলকারখানা ও শিল্পাঞ্চলগুলি বন্ধ হয়ে যাবে। ফলে সেখানে বেকারত্ব, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে, যা ইংল্যান্ডের আর্থিক অবনতি ঘটাবে।

ফ্রান্সের আর্থিক উন্নয়ন

নেপোলিয়ান আশা করেছিলেন মহাদেশীয় অবরোধের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে ইংল্যান্ডের শিল্পপণ্য রপ্তানি বন্ধ করতে পারলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য ফরাসি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে। ফলে ফ্রান্সের অর্থনীতি মজবুত হবে।

রাজনৈতিক লক্ষ্য

শিল্প বাণিজ্যের ক্ষেত্রে অবনতি ঘটাতে পারলে একদিকে যেমন তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড আর্থিক তথা রাজনৈতিক এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়বে অপরদিকে তেমনি ফ্রান্সের উন্নয়নের কারণে ফ্রান্স তথা সমগ্র ইউরোপের রাজনীতিতে তাঁর মর্যাদা বৃদ্ধি পাবে।

Leave a Comment