নেপোলিয়ন কিভাবে ক্ষমতা দখল করেন
|
ডাইরেক্টরি শাসনব্যবস্থা
1795 খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসানে পরবর্তী পর্যায়ে জাতীয় সভায় ডাইরেক্টরি নামে এক নতুন শাসনতন্ত্র প্রবর্তিত হয়। পাঁচজন ডাইরেক্টর ও দুই কক্ষবিশিষ্ট আইনসভার হাতে দেশের শাসনভার অর্পিত হলেও অনভিজ্ঞ নেতৃবৃন্দের দ্বারা পরিচালিত এই শাসনব্যবস্থা সম্পর্কে ফ্রান্সের জনসাধারণ ক্রমশ ক্ষুব্ধ ও বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল। অপরদিকে ক্রমাগত বৈদেশিক আক্রমণে বিধ্বস্ত এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক সংকটে জর্জরিত তৎকালীন ফ্রান্সের বৈপ্লবিক আদর্শ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়েছিল।
নেপোলিয়ানের উত্থান
এই সময় সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান নেপোলিয়ান বোনাপার্ট তাঁর সুদক্ষ রণকৌশল দ্বারা ইটালি ও অস্ট্রিয়াকে পরাজিত করে ফ্রান্সের জনসাধারণের মন জয় করতে সক্ষম হন। ফ্রান্সের জনসাধারণ তাঁকে বিজয়ী বীরের সম্মানে ভূষিত করে। ফ্রান্সের এই চরম বিশৃঙ্খলাময় পরিস্থিতিতে দেশবাসী এমন এক বীর দক্ষ শাসকের হাতেই দেশের শাসনক্ষমতা তুলে দিতে চেয়েছিল।
কনসুলেট শাসনব্যবস্থার প্রবর্তন
এইরকম পরিস্থিতিতে 1799 খ্রিস্টাব্দের 7 নভেম্বর সেনাবাহিনীর সাহায্যে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নেপোলিয়ান ডাইরেক্টরির শাসনের অবসান ঘটিয়ে কনসুলেট নামে নতুন এক শাসনব্যবস্থার প্রবর্তন করেন। তিনি সর্বশক্তিমান প্রথম কনসালরূপে শাসনবিভাগের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন। 1804 খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব মতো গণভোটের মাধ্যমে তিনি ফরাসি জাতির সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেন।