নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল?

নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল
নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল

ভূমিকা: 

বিপ্লবে বিধ্বস্ত ও ডাইরেক্টরির অপশাসনে অসন্তুষ্ট ফ্রান্সের জনসাধারণ অতিষ্ঠ ও ক্ষুব্ধ হয়ে ওঠে। এই সময় নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি শাসন ক্ষমতাকে শক্ত হাতে প্রয়োগ করে অশান্ত ফ্রান্সে শান্তি, স্থিতি ও অর্থনৈতিক সমৃদ্ধিকে ফিরিয়ে আনেন।

নেপোলিয়ান ও ফরাসি বিপ্লবের আদর্শ:

নেপোলিয়ান ফরাসি বিপ্লবের প্রধান আদর্শ সাম্য নীতিকে গ্রহণ করে ‘কোড নেপোলিয়ান’-এর মাধ্যমে ফ্রান্সে সামাজিক আদর্শকে স্বীকৃতি দেন। ফরাসি বিপ্লবের প্রধান লক্ষ্যসহ ধর্মীয় সহিমুতা, যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগ, বিপ্লবী ভূমিব্যবস্থা প্রবর্তন, প্রথম দুই সম্প্রদায়ের বিশেষ অধিকারের বিলোপসাধনসহ সামন্তপ্রথা, সামন্তকর ও সামন্তদের বিশেষ অধিকার ভোগের ক্ষমতার অবসান ঘটান। অপরদিকে, ফরাসি বিপ্লবের ফলে রাজনৈতিক ক্ষেত্রে রাজার একচ্ছত্র স্বৈরাচারী ক্ষমতার অবসান | ঘটিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে শাসনভার ন্যস্ত হয়। তবে এক্ষেত্রে দেখা যায় নেপোলিয়ান কিন্তু সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দেননি। মানুষের ভোটে নির্বাচিত সংস্থাগুলির ওপর তাঁর ভরসা ছিল না, তাই তিনি রাজকর্মচারীদের মাধ্যমেই তাঁর শাসনকার্য চালাতে থাকেন। নেপোলিয়ানের অনুগত রাজকর্মচারীগণ প্রিফেক্ট এবং সাব-প্রিফেক্ট নামে পরিচিত ছিল। রাজনৈতিকভাবে নেপোলিয়ান ক্রমশ স্বৈরাচারী বুরবোঁ রাজাদের মতো ক্ষমতালোভী ও বংশগৌরবে বিশ্বাসী হয়ে উঠেছিলেন। প্রকৃতপক্ষে, তিনি ফরাসি বিপ্লবের অন্যতম ভাবধারা জাতীয়তাবাদের কথা প্রচার করলেও তিনি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দেননি। শাসনব্যবস্থায় বিপ্লবী আমলের বিকেন্দ্রীকরণের পরিবর্তে বুরবো আমলের কেন্দ্রীকরণ নীতিকেই তিনি ফিরিয়ে আনেন ও জাতীয়তাবাদী ভাবধারার ওপর আক্রমণ হানেন।

Leave a Comment