নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো |
ভূমিকা :
নেপোলিয়নীয় যুদ্ধে জয়-পরাজয় নিশ্চিত হয়েছিল রাশিয়ায়। এই যুদ্ধে তাঁর বাহিনীর প্রায় নাড়াই লক্ষ সৈনিক নিহত হয়েছিল এবং বন্দি হয়েছিল প্রায় এক লক্ষ। রাশিয়া অভিযানে ব্যর্থতাই তাঁর ভাগ্য নির্ধারণ করে দয়।
রাশিয়া আক্রমণের পটভূমি:
1807 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি দ্বারা রুশ-ফরাসি মৈত্রী স্থাপিত হয়েছিল। কিন্তু মহাদেশীয় অবরোধের অবাস্তব পরিকল্পনা রাশিয়ার অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছিল। অভ্যন্তরীণ ক্ষেত্রে জার সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমতাবস্থায় জার আলেকজান্ডার টিলজিটের সন্ধি ভঙ্গ করে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। এই ঘটনায় নেপোলিয়ান অত্যন্ত ক্ষুব্ধ হন। 1812 খ্রিস্টাব্দের 26 জুন তিনি তাঁর গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন।
রুশ বাহিনীর পোড়ামাটি নীতি:
নেপোলিয়ানের বাহিনী রাশিয়া আক্রমণ করলে রুশ বাহিনী পশ্চাদপসরণ করে। তারা ‘পোড়ামাটি নীতি’ অনুসরণ করে শহর, গ্রাম, বাসস্থান, খাদ্য, বস্ত্র সব পুড়িয়ে দেয়। এমনকী পানীয় জলেও বিষ মিশিয়ে দেয়। ফলে ফরাসি বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে।
বোরোডিনোর যুদ্ধ:
1812 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর মস্কোর অদূরবর্তী বোরোডিনো গ্রামে রুশ বাহিনী ফরাসি বাহিনীকে বাধা দেয়। শেষ পর্যন্ত অবশ্য নেপোলিয়ান জয়ী হন।
মস্কো অধিকার:
1812 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর নেপোলিয়ান মস্কোয় পৌঁছোন।
ফরাসি বাহিনীর পশ্চাদপসরণ:
মস্কোর তীব্র শীত ও প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে শেষ পর্যন্ত নেপোলিয়ান পশ্চাদপসরণ করতে বাধ্য হন। এই অভিযানের ব্যর্থতা তাঁর পতনকে সুনিশ্চিত করেছিল।