নিরক্ষরেখার অনুভূমিক তলে কোরিওলিসের আপেক্ষিক বল শূন্য হয় কেন |
পৃথিবীর আবর্তন গতির ফলে কোরিওলিস বল সৃষ্টি হলেও এই বলের প্রভাব ও আবর্তন গতিবেগের সম্পর্ক ব্যাস্তানুপাতিক। অর্থাৎ, পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি হলে কোরিওলিস বলের প্রভাব কম হয়। এই কারণে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে যেখানে আবর্তন গতিবেগ সবচেয়ে কম সেখানে কোরিওলিস বলের প্রভাব প্রায় 100%। উভয় মেরু থেকে যত নিরক্ষরেখার দিকে অগ্রসর হওয়া যায় ততই আবর্তন গতিবেগ বাড়তে থাকে এবং কোরিওলিস বলের প্রভাব কমতে থাকে। অবশেষে নিরক্ষরেখায় আবর্তনবেগ সর্বোচ্চ হওয়ায় কোরিওলিস বলের প্রভাব শূন্য হয়।