দ্রাঘিমারেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয়- ব্যাখ্যা করো

দ্রাঘিমারেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয়- ব্যাখ্যা করো
দ্রাঘিমারেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয়- ব্যাখ্যা করো

নিরক্ষরেখা বরাবর ঘাঁটলে সময় পরিবর্তনের কারণ :

একজন পর্যটক যদি নিরক্ষরেখা বরাবর হাঁটতে থাকে, তাহলে তাকে দ্রাঘিমারেখা অতিক্রম করে যেতে হবে। পৃথিবী নিজের মেরুদণ্ডের চারদিকে পশ্চিম থেকে পূর্বে একবার আবর্তন করতে সময় নেয় 1 দিন বা 24 ঘণ্টা। অর্থাৎ, 360° ঘুরতে পৃথিবী সময় নেয় (24 × 60) = 1440 মিনিট। সুতরাং, 1° দ্রাঘিমা অতিক্রম করতে পৃথিবী সময় নেয় (1440 ÷ 360)= 4 মিনিট। তাই নিরক্ষরেখা বরাবর হাঁটলে প্রতি 1° দ্রাঘিমা অতিক্রম করলে 4 মিনিট করে সময়ের পার্থক্য হবে। পর্যটকটি যদি পূর্বদিকে এগোতে থাকে তাহলে 1° দ্রাঘিমার পার্থক্যে সময় 4 মিনিট করে এগিয়ে যাবে এবং পশ্চিমদিকে এগোতে থাকলে একই কারণে 4 মিনিট করে সময় পিছিয়ে যাবে।

মূলমধ্যরেখা বরাবর ঘাঁটলে জলবায়ু পরিবর্তনের কারণ :

মূলমধ্যরেখা উত্তর-দক্ষিণে বিস্তৃত এবং প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করেছে। আমরা জানি, অক্ষরেখার পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন ঘটে, কারণ নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পড়ে বলে উয়তা নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। তাই নিরক্ষরেখা থেকে যে-কোনো দ্রাঘিমারেখা বা মূলমধ্যরেখা বরাবর মেরু অঞ্চলের দিকে কোনো পর্যটক এগোতে থাকলে জলবায়ুর পরিবর্তন প্রত্যক্ষ করবে। অর্থাৎ, সে অধিক উষ্ণ জলবায়ু অঞ্চল থেকে অধিক শীতল জলবায়ু অঞ্চলে পৌঁছাবে।

Leave a Comment