দ্রাঘিমারেখাকে ‘মধ্যাহ্নরেখা’ বলে কেন

দ্রাঘিমারেখাকে 'মধ্যাহ্নরেখা' বলে কেন
দ্রাঘিমারেখাকে ‘মধ্যাহ্নরেখা’ বলে কেন
দ্রাঘিমারেখাকে ইংরেজিতে মেরিডিয়ান (Meridian) বলে। ‘মেরিডিয়ান’ শব্দটি লাতিন শব্দ ‘মেরিডিয়াস’ থেকে এসেছে, যার অর্থ ‘মধ্যাহ্ন’। প্রকৃতপক্ষে মেরিডিয়ান বা দ্রাঘিমারেখার সঙ্গে ‘মধ্যাহ্ন’ সময়টি বিশেষভাবে সম্পর্কযুক্ত। কারণ, সূর্য যখন যে দ্রাঘিমারেখার ওপর আসে, তখন সেটাই হয় সেই দ্রাঘিমারেখায় অবস্থিত সব স্থানের সূর্যের সর্বোচ্চ উচ্চতা এবং সেই নির্দিষ্ট সময়টিই হয় সেখানকার দিবাভাগের মধ্যকাল বা মধ্যাহ্ন। এজন্যই দ্রাঘিমারেখাকে মধ্যাহ্নরেখাও বলে।

Leave a Comment