দক্ষিণ মেরু অপেক্ষা উত্তর মেরুতে একটানা সাতদিন সূর্যকে বেশি দেখা যায় কেন |
21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর সূর্যের উত্তরায়ণের এই সময়কাল 186 দিন ধরে উত্তর মেরুতে একটানা দিন থাকে। কিন্তু দক্ষিণ মেরুতে 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চ সূর্যের দক্ষিণায়নের সময়কাল 179 দিন ধরে একটানা দিন থাকে। অর্থাৎ, দক্ষিণ মেরু অপেক্ষায় উত্তর মেরুতে একটানা (186–179) = 7 দিন সূর্যকে বেশি দেখা যায়। এর প্রধান কারণ হল উত্তরায়ণের সময়কালের মাঝে কক্ষপথে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বাড়তে থাকে এবং 4 জুলাই এই দূরত্ব সবচেয়ে বেশি 15 কোটি 20 লক্ষ কিমি হয়। সূর্য থেকে দূরত্ব বেড়ে যাওয়ায় পৃথিবীর পরিক্রমণ বেগ কমে যায়। ফলে পৃথিবী কক্ষপথে তার অবস্থান পরিবর্তন করতে বেশি সময় নেয়। এই কারণে পৃথিবীর উত্তর মেরুর দিনের দৈর্ঘ্য দক্ষিণ মেরুর তুলনায় 7 দিন বেশি হয়।