তুষার ঝড় বলতে কী বোঝো? তুষার ঝড় সৃষ্টির কারণ লেখো।

তুষার ঝড় বলতে কী বোঝো? তুষার ঝড় সৃষ্টির কারণ লেখো
তুষার ঝড় বলতে কী বোঝো? তুষার ঝড় সৃষ্টির কারণ লেখো।

তুষার ঝড় (Blizard): 

সূক্ষ্ম তুষার কেলাস (ছোটো বরফ কণা) বহনকারী অতি শীতল এবং প্রচণ্ড বেগে প্রবাহিত বায়ুপ্রবাহকে তুষারঝড় বা ব্লিজার্ড বলে। সাধারণত মেরু অঞ্চলে ও উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার ঝড় ঘটে থাকে। এই ব্লিজার্ডে বাতাসের বেগ থাকে 150 – 200 কিমি/ঘণ্টা।

তুষার ঝড় সৃষ্টির কারণ: 

উভয় গোলার্ধের মধ্য অক্ষাংশীয় অঞ্চলে (40° উ:/দ: – 60° উ:/দ:) শীতকালে উপকূলভাগ বা মহাদেশের মধ্যবর্তী জলভাগ উত্তর গোলার্ধে মহাদেশের উত্তরভাগ এবং দক্ষিণ গোলার্ধে মহাদেশের দক্ষিণ ভাগের তুলনায় বেশি উন্ন থাকে। ফলে এখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের প্রবল ঠান্ডা বায়ু এই নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে। এই প্রবল বেগসম্পন্ন ঠান্ডা বায়ুর সঙ্গে তুষার কণা যুক্ত হয়ে সৃষ্টি হয় তুষার ঝড় বা ব্লিজার্ড।

Leave a Comment