ডাইরেক্টরির শাসন কী? নেপোলিয়ান বোনাপার্টের ক্ষমতা লাভের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো |
ডাইরেক্টরির শাসন:
ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসানে জাতীয় সভা ডাইরেক্টরি নামে এক নতুন শাসনতন্ত্রের প্রবর্তন করে। 1795 খ্রিস্টাব্দের নতুন সংবিধান অনুসারে পাঁচজন ডাইরেক্টর ও দুই কক্ষবিশিষ্ট আইনসভার হাতে দেশের শাসনভার অর্পিত হয়। ডাইরেক্টরির শাসনকাল ফ্রান্সের এক চূড়ান্ত ব্যর্থতার যুগ। এ ছাড়া এই শাসনকালে ইংল্যান্ড, অস্ট্রিয়া, সার্ডিনিয়া ইত্যাদি বৈদেশিক শক্তির সঙ্গে ফ্রান্সকে যুদ্ধে লিপ্ত থাকতে হয়েছিল।
নেপোলিয়ানের উত্থান:
ফান্সের অভ্যন্তরীণ ব্যর্থতা ও ডাইরেক্টরির শাসনের ব্যর্থতার ফলে নানা বৈদেশিক শক্তির সঙ্গে ফ্রান্সের যুদ্ধে লিপ্ত থাকা ও ক্রমাগত বৈদেশিক আক্রমণ ফ্রান্সের জনজীবনকে অতিষ্ঠ ও ক্ষুব্ধ করে তুলেছিল। এই জটিল পরিস্থিতিতে নেপোলিয়ান বোনাপার্ট নামের এক অতিসাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান তথা সেনানায়ক তাঁর দক্ষ রণকৌশল দ্বারা ইটালি ও অস্ট্রিয়াকে দমন করতে সক্ষম হন। ফ্রান্সের জনসাধারণ তাঁর সমরকৌশলে অভিভূত হয়। বৈদেশিক শক্তির কাছে সাফল্য লাভ করে নেপোলিয়ান সম্মান ও খ্যাতি লাভ করতে সক্ষম হন। ফ্রান্সের জনগণ তাদের এই সংকটের মুহূর্তে এমন একজন দক্ষ শাসকের হাতেই দেশের শাসনভার তুলে দিতে চেয়েছিলেন। নেপোলিয়ান বোনাপার্ট অ্যাবে সিয়েস এবং ব্যারাস নামক দুজন ডাইরেক্টরের সহায়তায় 1799 খ্রিস্টাব্দের 7 নভেম্বর এক সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান এবং ফ্রান্সের অপ্রতিদ্বন্দ্বী প্রশাসকরূপে আত্মপ্রকাশ করেন।
কনসুলেট শাসনব্যবস্থার প্রবর্তন:
তাঁর নেতৃত্বে কনসুলেট নামক এক নতুন শাসনব্যবস্থার প্রবর্তন হয়। শাসনবিভাগের সর্বোচ্চ ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করে তিনি প্রথম তথা প্রধান কনসাল হন।
সম্রাট নেপোলিয়ান:
1804 খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব মতো গণভোটের মাধ্যমে নেপোলিয়ান বোনাপার্ট রাজবংশীয় না হয়েও ‘ফরাসি জাতির সম্রাট’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।
FAQ
প্রশ্নঃ ডাইরেক্টরি শাসন বলতে কী বোঝ?
১৭৯৫ খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার ৫ জন ডাইরেক্টর বা ব্যক্তির একটি কমিটির হাতে তুলে দেওয়া হয়।এই শাসন ‘ডাইরেক্টরির শাসন’ নামে পরিচিত।
প্রশ্নঃ ফ্রান্সে কিভাবে ডিরেক্টরি শাসন চালু হয়?
সন্ত্রাসের রাজত্বের পরে ফ্রান্সে জ্যাকোবিন দলের আধিপত্য ধ্বংস হয় এবং মধ্যপন্থী বুর্জোয়া শ্রেণি ফ্রান্সে পুনরায় আধিপত্য প্রতিষ্ঠা করে। এই সময় ফ্রান্সে ‘ডাইরেক্টরির শাসন’ (১৭৯৫-৯৯ খ্রি.) নামে বিশেষ একধরনের শাসন শুরু হয়।
প্রশ্নঃ 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট কে ছিলেন?
নেপোলিয়ন।
প্রশ্নঃ নেপোলিয়নের পতন কবে হয়?
নেপোলিয়ন ১৮১৪ সালে প্রথমবারের মতো পরাজয় বরণ করেন এবং তিনি ফিরে গিয়ে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন।