‘জ্ঞান হল সম্পদের প্রকৃত জননী’ – কারণ ব্যাখ্যা করো |
“প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি” – এই তিন উপাদানের সমন্বয়ে সম্পদ সৃষ্টি হয়। সংস্কৃতির মধ্যে মানুষের জ্ঞান অন্যতম। জ্ঞান-বিজ্ঞানের উন্নতির জন্য মানুষ প্রাকৃতিক বাধাকে প্রতিরোধ করে নতুন নতুন সম্পদ সৃষ্টি করতে পেরেছে। প্রকৃতির উপাদান আছে, মানুষও আছে, কিন্তু মানুষের জ্ঞান যদি না থাকে তাহলে সম্পদ সৃষ্টি হতে পারে না। আদিম মানুষ থেকে বিবর্তনের পথ ধরে মানুষ যত আধুনিক হয়েছে, মানুষের জ্ঞানের পরিধি তত বেড়েছে এবং ততই সম্পদের সৃষ্টি হয়েছে। যেমন মানুষ তার জ্ঞানের দ্বারা নদীর জলস্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করেছে। তাই বলা হয় “জ্ঞান হল সম্পদের প্রকৃত জননী”।