জীবজগতের ওপর বার্ষিক গতির প্রভাব
জীবজগতের ওপর বার্ষিক গতির প্রভাব আলোচনা করো |
পৃথিবীর গোলীয় আকৃতি ও পরিক্রমণ গতির জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে তাপ ও আলোর তারতম্য ঘটায় বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহে তারতম্য ঘটে। এর ফলে বার্ষিক গতি জীবজগতের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে, যেমন-
উদ্ভিদের অবস্থানগত বৈচিত্র্য
উষ্ণতার তারতম্য অনুযায়ী পৃথিবীতে তিন ধরনের তাপমণ্ডলের সৃষ্টি হয়েছে, যেমন – (i) উষ্ণমণ্ডল, (ii) নাতিশীতোষ্ণমণ্ডল ও (iii) হিমমণ্ডল। তাপমণ্ডলের অবস্থানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন উদ্ভিদগোষ্ঠী গড়ে উঠেছে, যেমন উষ্ণমণ্ডলে চিরহরিৎ অরণ্য, নাতিশীতোষ্ণ মণ্ডলে পর্ণমোচী অরণ্য ও হিমমণ্ডলে শৈবাল প্রভৃতি।
মানুষের জীবনযাত্রার পরিবর্তন
ঋতুভেদে মানুষের বাসস্থান, পোশাক-পরিচ্ছদ ও খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। আবার, গ্রীষ্মমণ্ডলে বসবাসকারীদের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলের অধিবাসীরা বেশি কর্মঠ হন।