গ্রীষ্মকালে গরম এবং শীতকালে ঠান্ডা পড়ার কারণ কী |
গ্রীস্মকালে গরম পাড় কারণ :
পৃথিবীর অক্ষ 661/2° কোণে হেলে থাকায় গ্রীষ্মকালে উত্তর অথবা দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে। ফলে, সূর্যরশ্মি অধিক লম্বভাবে পতিত হয় এবং উষ্ণতা বেশি হয়। এই সময় দিন বড়ো হওয়ায় অধিক সময় ধরে সূর্যরশ্মি আসে কিন্তু রাত ছোটো হওয়ার ফলে ওই তাপের সবটা বিকিরিত হতে পারে না, ফলে বায়ুর উষ্ণতা বেশি হয়ে থাকে তাই গরম বেশি হয়।
শীতকালে ঠান্ডা পড়ার কারণ:
যে গোলার্ধে শীতকাল হয় সেই গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে, ফলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে এবং উষ্ণতা কম হয়। আবার শীতকালে দিন ছোটো ও রাত বড়ো হওয়ায় দিনে কম সময় ধরে সূর্যরশ্মি আসে এবং রাতে অধিক সময় ধরে তা বিকিরিত হয়ে যায়, ফলে ঠান্ডা বেশি অনুভূত হয়।