গ্রিনিচ প্রমাণ সময় কাকে বলে? গ্রিনিচ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কী?

গ্রিনিচ প্রমাণ সময় কাকে বলে? গ্রিনিচ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কী?
গ্রিনিচ প্রমাণ সময় কাকে বলে? গ্রিনিচ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কী?

গ্রিনিচ প্রমাণ সময় / GMT (Greenwich Mean Time): 

লন্ডনের গ্রিনিচে (0°) মধ্যাহ্নে সূর্যরশ্মি যখন লম্বভাবে পড়ে, সেখানকার স্থানীয় সময়কে বেলা 12টা ধরে সেই সময়কে যখন সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়, তাকে গ্রিনিচ প্রমাণ সময় (Greenwich Mean Time) বলে।

GMT নির্ধারণের কারণ : 

পৃথিবীর কোনো স্থানের 1° পূর্বে বা পশ্চিমে অবস্থিত অন্য স্থানে প্রায় 4 মিনিট সময়ের ব্যবধান ঘটে। ফলে কাজকর্মে অসুবিধা দেখা যায়। এই অসুবিধা দূর করার জন্য বিভিন্ন দেশের নির্দিষ্ট প্রমাণ সময় ব্যবহার করা হয়। কিন্তু, এর ফলেও পৃথিবীতে আন্তর্জাতিক কাজকর্মে নানা অসুবিধা দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য মূলমধ্যরেখার (০০) স্থানীয় সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়।

Leave a Comment