ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো |
ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য:
• গঠন: বহির্জাত বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে এই পর্বত গঠিত হয়।
• গঠনকারী শিলা প্রধানত প্রাচীন ও কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা এই পর্বত গঠিত।
• উচ্চতা: এই পর্বতের উচ্চতা বেশি হয় না। ক্ষয়কার্যের ফলে এর উচ্চতা ক্রমশ হ্রাস পায়।
• শীর্ষদেশ: এই পর্বতের শীর্ষদেশ ছুঁচোলো বা তীক্ষ্ণ নয়, অনেকটা গোলাকার বা গম্বুজের ন্যায়।
• বয়স: ক্ষয়জাত পর্বতগুলি বয়সে প্রাচীন।
• ঢাল ও বন্ধুরতা: পর্বতের চারপাশের ঢাল ও পার্বত্য ভূমির বন্ধুরতা কম হয়।