কোরিওলিস বল কী

কোরিওলিস বল কী

কোরিওলিস বল কী?
কোরিওলিস বল কী?

কোরিওলিস বল

পৃথিবী তার নিজ মেরুদণ্ডের উপর সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত আবর্তন করার ফলে যে শক্তির উদ্ভব ঘটে, তাকে কোরিওলিস বল বলে।
 
উদ্ভাবক: 1835 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী G De Coriolis এই বল সর্বপ্রথম আবিষ্কার করেন।
বৈশিষ্ট্য: (ক) এই শক্তি বায়ুর গতির অভিমুখে প্রযুক্ত হয়। (খ) এটি বায়ুচাপের ঢালের সমকোণে প্রবাহিত হয়। (গ) নিরক্ষরেখায় এই বলের মান শূন্য হয় এবং উভয় মেরুর দিকে এই বলের মান ক্রমশ বাড়তে থাকে।
 
প্রভাব : কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়।

Leave a Comment