কোন্ সময়কে ইউরোপে জ্যোতির্বিজ্ঞানের মধ্যযুগ বলা হয় ও কেন

কোন্ সময়কে ইউরোপে জ্যোতির্বিজ্ঞানের মধ্যযুগ বলা হয় ও কেন
কোন্ সময়কে ইউরোপে জ্যোতির্বিজ্ঞানের মধ্যযুগ বলা হয় ও কেন
ক্লডিয়াস টলেমির সময়কালের পরবর্তী পর্যায়ে ইউরোপে খ্রিস্টান ধর্মান্ধদের ক্রোধে জ্যোতির্বিজ্ঞান চর্চার অগ্রগতি সম্পূর্ণভাবে থেমে যায়। 391 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মান্ধরা শুরু করে কোলাহল ও হিংস্রতা। তারা হাত বাড়ায় জ্ঞানী পণ্ডিতদের মুণ্ডুচ্ছেদের দিকে। ইউরোপে শুরু হয় দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ।
অন্ধকার মধ্যযুগ বলার কারণ খ্রিস্টধর্মের মহাসন্তরা মনে করত যে, পার্থিব জ্ঞান তুচ্ছ, দরকার মহান ধর্মীয় অপার্থিব জ্ঞানের। 529 খ্রিস্টাব্দে সম্রাট জাস্টিয়ান প্লেটোর একাডেমি বন্ধ করে দেন। ইউরোপে খ্রিস্টধর্মের উত্থান ঘটে এবং জ্ঞানের ধ্বংস- সাধন হয়। ক্ষমতার উল্লাসে পুড়িয়ে দেওয়া হয় আলেকজান্দ্রিয়ার মহাগ্রন্থাগার ও বহু মূল্যবান বইও। ফলে জ্ঞানের শিখাটি ধীরে ধীরে নিভে যেতে থাকে। 500 – 1500 খ্রিস্টাব্দ দীর্ঘ এক হাজার বছর কেটে যায় অজ্ঞানতার অন্ধকারে। এই সময়ই ইউরোপে জ্যোতির্বিজ্ঞানের মধ্যযুগ হিসেবে পরিচিত।

Leave a Comment