‘কোড নেপোলিয়ান’-এর গুরুত্ব লেখো

'কোড নেপোলিয়ান'-এর গুরুত্ব লেখো
‘কোড নেপোলিয়ান’-এর গুরুত্ব লেখো

‘কোড নেপোলিয়ান প্রবর্তন

নেপোলিয়ানের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গৌরবময় কীর্তি হল অভিজ্ঞ আইনজ্ঞগণের পরামর্শ নিয়ে রচিত আইনবিধি ‘কোড নেপোলিয়ান’।

কোড নেপোলিয়ানের স্বরূপ

পূর্বে ফ্রান্সে প্রচলিত পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য এনে এই আইনবিধিটি তিনি রচনা করেন। বিভিন্ন নীতি ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে রচিত আইনবিধিটিতে বিপ্লবী ধ্যানধারণার ছাপ বিশেষ লক্ষণীয়। ধর্মীয় সহিষ্কৃতা, আইনের দৃষ্টিতে সমতা, উত্তরাধিকার ক্ষেত্রে সমানাধিকার, সামন্ততান্ত্রিক বিশেষ সুবিধার উচ্ছেদ, প্রতিভার স্বাভাবিক স্ফুরণ ইত্যাদি বিপ্লবের মূল আদর্শগুলি এই সুসংবদ্ধ আইনবিধিটিতে স্থান পায়। কোড নেপোলিয়ানের মাধ্যমে সমগ্র ইউরোপে সাম্যের বাণী ছড়িয়ে পড়েছিল। তবে অনেকের ধারণা এই আইনবিধির দ্বারা সমাজে স্থিতি এলেও প্রগতিশীল পরিবর্তনের পথে বাধা সৃষ্টি হয়।

কোড নেপোলিয়ানের তাৎপর্য

একদিকে নেপোলিয়ানের ক্ষমতা ও কর্তৃত্ব প্রভাবশালী হলেও অপরদিকে বিপ্লবের স্রোত রুদ্ধ হয়। 2287টি ধারা সংবলিত এই কোডটি তিনটি অংশে বিভক্ত ছিল। যথা-দেওয়ানি কোড, ফৌজদারি কোড ও বাণিজ্যিক কোড। ফৌজদারি আইনবিধিগুলি রচিত হয় যুক্তিবাদ ও প্রাকৃতিক আইনের আলোকে। কোড নেপোলিয়ানে বিপ্লবের অধিকারকে তেমন প্রাধান্য না দেওয়া হলেও এই আইনবিধি ফ্রান্স তথা সমগ্র ইউরোপে সমাদৃত হয়। আজও বেলজিয়াম ও লুক্সেমবার্গে এই আইনবিধি প্রচলিত রয়েছে।

Leave a Comment