কোড নেপোলিয়ন কী? কোড নেপোলিয়ন ইউরোপের রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল? |
কোড নেপোলিয়ন:
প্রথম কনসালরূপে নেপোলিয়ান ফরাসি বিপ্লবের অন্যতম মূল আদর্শ সামাজিক সাম্যকে স্বীকার করে ফ্রান্সের তৎকালীন আইনগুলিকে পরিমার্জিত করার ইচ্ছায় অভিজ্ঞ আইনজ্ঞদের পরামর্শ নিয়ে একটি আইনবিধি রচনা করেন। ইতিহাসে এটি ‘কোড নেপোলিয়ান’ নামে প্রসিদ্ধ।
কোড নেপোলিয়নের বিষয়বস্তুঃ
কোড নেপোলিয়ান তিনটি অংশে বিভক্ত ছিল, যথা-দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড। এতে ধারার সংখ্যা ছিল 2287। নেপোলিয়ান বিপ্লবের সাম্য নীতিকে গ্রহণ করে দেওয়ানি আইনগুলিতে সাম্য, যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ, আইনের চোখে সকল ব্যক্তির সমান অধিকার, বিপ্লবী ভূ মিব্যবস্থা প্রবর্তন, সম্পত্তির অধিকার, সামন্তপ্রথা, সামন্তকর ও বিশেষ অধিকার বিলোপ ইত্যাদি বিষয়গুলির উল্লেখ করেন। এ ছাড়া ফৌজদারি আইনবিধিকে যুক্তিবাদ এবং প্রাকৃতিক আইনের আলোকে রচনা করা হয়।
ইউরোপীয় রাজনীতিতে প্রভাবঃ
অনেকের মতে, এই আইনের ফলে সমাজে স্থিতি এলেও প্রগতিশীল পরিবর্তনের পথকে নেপোলিয়ান রুদ্ধ করে দিয়েছিলেন। এই আইনবিধি ফ্রান্স তথা সমগ্র ইউরোপে স্বীকৃতি পায়। কোড নেপোলিয়ানের মাধ্যমে সমগ্র ইউরোপে সাম্যের বাণী ছড়িয়ে পড়েছিল, নেপোলিয়ান যেসব রাজ্য দখল করেছিলেন সেসব রাজ্যে সামন্ততন্ত্রের পতন ও চার্চের প্রাধান্য লোপ পেয়েছিল এই আইনবিধিতে তিনি প্রতিভা ও যোগ্যতা অর্থাৎ সাম্যের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। বর্তমানকালে বেলজিয়াম ও লুক্সেমবার্গে কোড নেপোলিয়ান আইনবিধি প্রচলিত আছে।