“কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন।” -কোন্ সত্যের কথা বলা হয়েছে? তা কীভাবে উন্মুক্ত হয়েছে?

"কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন।" -কোন্ সত্যের কথা বলা হয়েছে? তা কীভাবে উন্মুক্ত হয়েছে
“কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন।” -কোন্ সত্যের কথা বলা হয়েছে? তা কীভাবে উন্মুক্ত হয়েছে?

যে সত্যের কথা বলা হয়েছে

মহম্মদ শা-র গৃহে দূরাগত অতিথিদের কাছে বৃদ্ধা শাম-শেমাগি ইলিয়াসের জীবনের অবিশ্বাস্য পতনের ঘটনা বিবৃত করে। তা যে যথার্থ সত্য ঘটনা তা ইলিয়াস বিশ্বাস করতে অনুরোধ করে সমাগত অতিথিদের। ধনবৃদ্ধির লালসা তথা নেশা তাদের জীবন থেকে যে সুখ কেড়ে নিয়েছিল, সেই সুখের দেখা পাওয়া গেল আক্ষরিক অর্থে একেবারে সর্বস্বান্ত হয়ে -সেই সত্যের কথা এখানে উদ্‌ঘাটিত হয়েছে।

সুখের অপসারণ

ইলিয়াস যখন গরিব ছিল তখন তাদের পারিবারিক বন্ধন ছিল মধুর। দুই পুত্র, এক কন্যা নিয়ে পঁয়ত্রিশ বছরে তারা প্রভূত সম্পদের অধিকারী হয়ে ওঠে। কিন্তু তখন তাদের নিজস্ব ভাববিনিময়ের কোনো সুযোগ ছিল না, ঈশ্বর আরাধনায় মন পবিত্র করার অবসরও তারা পেত না। সম্পদ ক্রমশ দূরে সরিয়ে দিয়েছিল তাদের সুখকে।

সত্য উন্মুক্ত হবার কারণ

কিন্তু তাদের সীমাহীন অর্থ সংসারে অনর্থ ডেকে আনল। পারিবারিক কলহ-মড়ক-দুর্ভিক্ষে সব হারিয়ে ইলিয়াস বৃদ্ধা স্ত্রী শাম-শেমাগিকে নিয়ে আশ্রয় নিল মহম্মদ শা-র বাড়িতে। সেখানে তারা কাজের মধ্যে আনন্দ খুঁজে পেল, পেল ঈশ্বর আরাধনার সময়। নির্ভার দায়হীন সে জীবনে তারা প্রকৃত সুখী হয়ে উঠল। পরাশ্রয়ে সর্বহারা অশক্ত বৃদ্ধ দম্পতি সুখের পরশ পেয়ে তাই ঈশ্বরকে ধন্যবাদ দিল, প্রমাণ করল সুখ হল সম্পদ নিরপেক্ষ এক মানসিক অনুভব।

Leave a Comment