কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল

কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল
কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল?

ভূমিকা

১৯০৬ খ্রিস্টাব্দে বিদেশি শিক্ষার বিকল্প হিসেবে স্বদেশি শিক্ষার জন্য জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদের অধীনে শিক্ষার বিষয় হিসেবে কলাবিদ্যা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা নিয়ে মতপার্থক্য দেখা দেয়। তারকনাথ পালিত, নীলরতন সরকার প্রমুখ সদস্যরা কারিগরি শিক্ষার সমর্থক ছিলেন। তারকনাথ পালিত কারিগরি বিদ্যাচর্চার বিকাশের জন্য সোসাইটি ফর দ্য প্রোমোশন অফ টেকনিক্যাল এডুকেশন (Society for the Promotion of Technical Education) প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা

১৯০৬ খ্রিস্টাব্দের ২৫ জুলাই সোসাইটি ফর দ্য প্রোমোশন অফ টেকনিক্যাল এডুকেশন-এর উদ্যোগে ৯২, আপার সার্কুলার রোডে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের (Bengal Technical Institute বা BTI) প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত।

পঠনপাঠন

বিটিআই-তে দু-ধরনের পাঠ্যক্রম চালু ছিল–
  • তিন বছরের অন্তর্বর্তী পাঠ্যক্রম।
  • চার বছরের মাধ্যমিক পাঠ্যক্রম।

এখানে মূলত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ইংরেজি, যন্ত্রবিজ্ঞান, ভূবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানো হত।

মূল্যায়ন

বিটিআই (BTI) সাফল্যের সঙ্গে তার কর্মকাণ্ড পরিচালনা করেছিল। পরবর্তীকালে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয় (১৯৫৫ খ্রিস্টাব্দ)-এ পরিণত হয়।

Leave a Comment