শস্য ও বাড়িঘরের পরিস্থিতি
কবি জানেন কলিঙ্গপ্রজাদের জীবনে কোন্ কোন্ বিষয় গুরুত্বপূর্ণ। তাদের ব্যক্তি তথা সমাজজীবনে ঘরবাড়ির মতোই একান্ত প্রয়োজনের বিষয় হল শস্য, যা তাদের উদরপূর্তির ইন্ধন। কবি বর্ণনায় তাই অনিবার্যভাবে এসে যায় শস্যপ্রসঙ্গ –“ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত।/উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত।।” আবার অন্যত্র তিনি একই প্রসঙ্গে বলেন ‘আছুক শস্যের কার্য’, অর্থাৎ যে শস্য বর্তমান তা বিনষ্ট হল, ঝড়-জলে যেন মাঠের শস্য মাঠেই রয়ে গেল। কলিঙ্গের প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ির অবস্থাও তথৈবচ, কেন-না ‘হেজ্যা গেল ঘর।’ ঘরগুলিরও শস্যের মতো বিনষ্টিপর্ব চলতে লাগল। ঘরের চাল বিদারণ করে শিলা ধেয়ে এসে ভাদ্রের তালের মতো পড়ছে মেঝেতে। তাই গৃহগুলি যেন তছনছ হয়ে যায়। মঠ-অট্টালিকা ভেঙে খান খান হয়ে যায় দুর্যোগের তাণ্ডবে। চতুর্দিকে যে পর্বতপ্রমাণ ঢেউ বয়ে চলে, তার মাথায় চড়ে ঘরগুলি যেন টলমল করতে থাকে।