ঋতু পরিবর্তন কাকে বলে? ঋতুপরিবর্তনের কারণ উল্লেখ করো

ঋতু পরিবর্তন কাকে বলে? ঋতুপরিবর্তনের কারণ উল্লেখ করো

ঋতু পরিবর্তন কাকে বলে? ঋতুপরিবর্তনের কারণ উল্লেখ করো
ঋতু পরিবর্তন কাকে বলে? ঋতুপরিবর্তনের কারণ উল্লেখ করো

ঋতু পরিবর্তন

আবর্তন, পরিক্রমণ কিংবা মেরুরেখায় পৃথিবীর 66½° কোণে হেলে অবস্থানের জন্য সমগ্র পৃথিবীতে সৌর বিকিরণের স্থায়িত্ব ও তীব্রতার তারতম্যে যে উষ্ণ কিংবা শীতল সময়ভিত্তিক তাপ অঞ্চল গড়ে ওঠে তাকে ঋতু বলে। এই ঋতুর পর্যায়ক্রমিক আবির্ভাব ও বিলীন হয়ে যাওয়া ঋতুপরিবর্তন নামে পরিচিত।

ঋতুপরিবর্তনের কারণ

পৃথিবীতে ঋতুপরিবর্তনের বিভিন্ন কারণ রয়েছে, যেমন-

পৃথিবীর গোলকাকৃতি

পৃথিবীর প্রায় গোলকাকৃতি বা অভিগত গোলকাকৃতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পড়ে। ফলে, তাপমাত্রা তথা ঋতুপরিবর্তন ঘটে।

পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি

পৃথিবীর আবর্তন গতির ফলে যেমন দৈনিক উষ্ণতার সামান্য হ্রাস-বৃদ্ধি ঘটে তেমনই দিন ও রাতের উষ্ণতায় অনেকটা তারতম্য সৃষ্টি হয়। অন্যদিকে, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে যে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে। তা ঋতুপরিবর্তনকে প্রভাবিত করে।

পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ

পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার হওয়ায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারাবছর সমান থাকে না। ফলে, পৃথিবীতে উন্নতার তারতম্য সৃষ্টির মধ্যে দিয়ে ঋতু পরিবর্তন ঘটে।

কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখার 66½° কোণে অবস্থান

পৃথিবীর মেরুরেখাটি তার কক্ষতলের সঙ্গে সর্বদা 66½° কোণে হেলে অবস্থান করায় উত্তর ও দক্ষিণ গোলার্ধ বছরের বিভিন্ন সময় পর্যায়ক্রমে সূর্যের সম্মুখীন হয়, ফলে পৃথিবীতে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধির মাধ্যমে ঋতুপরিবর্তন ঘটে।

ঋতুপরিবর্তনের কারণরূপে সাম্প্রতিক কিছু ধারণা

উপরে উল্লিখিত চারটি প্রধান কারণ ছাড়াও সাম্প্রতিক কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী – (i) বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়জনিত (যেমন- সুনামি) কারণে পৃথিবীর আবর্তন গতির তারতম্য ঘটে, (ii) ভূচৌম্বক ক্ষেত্রিয় পরিবর্তন, এবং (iii) আধুনিক সভ্যতায় প্রকৃতির উপর মানুষের হস্তক্ষেপ ও অবাধ বিচরণ ঋতুপরিবর্তনে সামান্য প্রভাব ফেলে।

Leave a Comment