উদাহরণসহ বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও

উদাহরণসহ বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও
উদাহরণসহ বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও
মূলত বিভিন্ন প্রাকৃতিক শক্তির সঞ্চয়কার্যের ফলে, যে সমভূমির সৃষ্টি হয়, তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমিগুলি হল–

• পলিগঠিত সমভূমি: 

নদীবাহিত পলি দীর্ঘদিন ধরে নদী অববাহিকায় সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়, তাকে পলিগঠিত সমভূমি বলে। যেমন– উত্তর ভারতের সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি।
প্লাবন সমভূমি: বন্যার সময় জলবাহিত পলি প্লাবিত স্থানে জমে যে সমভূমি গড়ে ওঠে, তাকে প্লাবন সমভূমি বলে। যেমন গঙ্গার মধ্য ও নিম্নগতিতে এই সমভূমি দেখা যায়।
• ব-দ্বীপ সমভূমি: নদীবাহিত পলি, বালি, কাদা, নুড়ি, কাঁকর প্রভৃতি নদীর মোহানায় দীর্ঘদিন সঞ্চিত হয়ে যে মাত্রাহীন ‘ব’ অক্ষরের ন্যায় সমভূমির সৃষ্টি হয়, তাকে ব-দ্বীপ সমভূমি বলে। যেমন গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ সমভূমি (বৃহত্তম), নীলনদ ব-দ্বীপ সমভূমি প্রভৃতি।
• লাভা সমভূমি: ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা কোনো ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে সমভূমির সৃষ্টি হয়, তাকে লাভা সমভূমি বলে। যেমন ভারতের গুজরাটের মালব সমভূমি।
উপকূলীয় সমভূমি: বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ সমুদ্রের অগভীর উপকূলীয় অংশে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়, তাকে উপকূলীয় সমভূমি বলে। যেমন – ও পশ্চিম উপকূলীয় সমভূমি। ভারতের পূর্ব
লোয়েস সমভূমি: মরু অঞ্চলের সূক্ষ্ম বালুকণা বায়ু দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়, তাকে লোয়েস সমভূমি বলে। যেমন – গোবি মরুভূমির বালিরাশি উড়ে গিয়ে চীনের হোয়াং-হো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গড়ে উঠেছে।
হিমবাহ সমভূমি: হিমবাহ দ্বারা বাহিত নুড়ি, কাঁকর, বালি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে ওঠে, তাকে হিমবাহ সমভূমি বলে। যেমন কাশ্মীর উপত্যকায় এই সমভূমি দেখা যায়।
বাজাদা বা মরু সমভূমি: মরু অঞ্চলে কোনো উচ্চভূমির খাড়া ঢালের পাদদেশে বালি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে, তাকে বাজাদা বা মরু সমভূমি বলে। যেমন- সাহারা মরুভূমিতে আটলাস পর্বতের পাদদেশে এই বাজাদা দেখা যায়।
হ্রদ সমভূমি: নদীবাহিত পলি, বালি, নুড়ি, কাঁকর প্রভৃতি কোনো হ্রদে সঞ্চিত হয়ে কালক্রমে হ্রদ ভরাট হয়ে যে সমভূমির সৃষ্টি হয়, তাকে হ্রদ সমভূমি বলে। যেমন আফ্রিকার চাদ সমভূমি।

Leave a Comment