উচ্চ অক্ষাংশে নিশীথ সূর্যের অবস্থা হয় কেন |
পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66½° কোণে হেলে থাকার ফলে 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে কক্ষতলে এমনভাবে অবস্থান করে যে এই সময় (6 মাস) সুমেরু বৃত্ত (66½° উত্তর) থেকে সুমেরু বিন্দু (90° উত্তর) পর্যন্ত 24 ঘণ্টাই সূর্য দেখা যায়। একইভাবে 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চ দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত (66½° দক্ষিণ) থেকে কুমেরু বিন্দু (90° দক্ষিণ) পর্যন্ত 24 ঘণ্টাই সূর্য দেখা যায়। এই কারণেই উচ্চ অক্ষাংশের (66/2° – 90°) যে-কোনো স্থান থেকেই স্থানীয় সময় অনুসারে রাতেও সূর্য দেখা যায় অর্থাৎ, নিশীথ সূর্যের অবস্থা দেখা যায়। যেমন নরওয়ের হ্যামারফেস্ট বন্দর (70°40′ উত্তর) থেকে নিশীথ সূর্য দেখা যায়।