ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটেছিল কেন

ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটেছিল কেন
ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটেছিল কেন

ভূমিকা: 

ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব হওয়ার ক্ষেত্রে একাধিক কারণ ছিল। শিল্পবিপ্লবের জন্য তথা শিল্পের প্রসারের জন্য যেসব উপকরণ বা পরিবেশের প্রয়োজন ছিল ইংল্যান্ডে সেগুলির অভাব ছিল না। সে দেশে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটার জন্য যে কারণগুলি গুরুত্বপূর্ণ ছিল, সেগুলি হল- 

① অনুকূল পরিবেশ: 

ইংল্যান্ডে কয়লা, লোহা প্রভৃতি খনিজদ্রব্যের প্রাচুর্য থাকায় সেগুলি শিল্প বিকাশের সহায়ক হয়েছিল। প্রাকৃতিক পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্যও সেখানে শিল্পবিপ্লব ত্বরান্বিত হয়েছিল।

② কাঁচামালের সহজ জোগান : 

ইংল্যান্ড তার উপনিবেশগুলি থেকে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সহজেই আমদানি করতে পারত। আবার উৎপাদিত শিল্পজাত অতিরিক্ত দ্রব্যগুলিকেও তারা উপনিবেশগুলির বাজারে বিক্রি করতে সক্ষম হয়েছিল। এক্ষেত্রে উল্লেখ্য সমসাময়িক ইউরোপীয় দেশগুলির তুলনায় ইংল্যান্ডে আমদানিকৃত কাঁচামালের পরিমাণ ছিল অনেকগুণ বেশি। সেই কারণেও সেখানে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটে।

③ অনুকূল রাজনৈতিক পরিস্থিতি: 

অনুকূল রাজনৈতিক পরিস্থিতিও ইংল্যান্ডে সবার আগে শিল্পবিপ্লব ঘটার অন্যতম কারণ ছিল। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তথা রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতা শিল্পের বিকাশে সহায়ক হয়েছিল।

④ শ্রমিকের সহজ জোগান: 

অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডে শ্রমিকের সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছিল। কারখানায় কাজ করার জন্য প্রচুর মানুষ গ্রাম থেকে শহরে আসতে থাকে। সেই কারণে সেই সময়ের ইংল্যান্ডে খুব সহজে এবং কম মজুরিতে শ্রমিকের জোগান দেখা যায়।

⑤ বিভিন্ন আবিষ্কার: 

অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটার ক্ষেত্রে শিল্প সহায়ক বিভিন্ন যন্ত্রের আবিষ্কার ছিল গুরুত্বপূর্ণ। স্পিনিং জেনি, মিউল, ব্লাস্ট ফার্নেস, ওয়াটার ফ্রেম, বাষ্পীয় ইঞ্জিন, নিরাপত্তা বাতি প্রভৃতি আবিষ্কারের ফলে বস্ত্রশিল্পের উন্নতির পাশাপাশি ইংল্যান্ডের কারখানায় উৎপাদন ব্যবস্থায়ও অগ্রগতি ঘটে।

⑥ যোগাযোগ ব্যবস্থার উন্নতি: 

ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী নৌবহর ইত্যাদি কারণও সে দেশে সর্বপ্রথম শিল্পবিপ্লবে সাহায্য করেছিল। শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল উপনিবেশগুলি থেকে জলপথে সহজেই ইংল্যান্ডে আনা হত। তুলনায় ইউরোপের অন্য দেশগুলি যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই পিছিয়ে ছিল।

শিল্পবিপ্লবের জন্য যেসব উপাদানের প্রয়োজন সেগুলি সবই ইংল্যান্ডে ছিল। শিল্পে বিপ্লব ঘটানোর ক্ষেত্রে সমস্ত উপাদানের উপস্থিতি সেদেশে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। সুতরাং, বলা যায় যে, সার্বিকভাবে শিল্প সহায়ক বিভিন্ন পরিস্থিতিই ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটিয়েছিল।

Leave a Comment