‘আমরা’ কবিতায় প্রাপ্ত বিজয়সিংহের কীর্তির পরিচয় দাও

সূচিপত্র

'আমরা' কবিতায় প্রাপ্ত বিজয়সিংহের কীর্তির পরিচয় দাও
‘আমরা’ কবিতায় প্রাপ্ত বিজয়সিংহের কীর্তির পরিচয় দাও।

পরিচয়

বিজয়সিংহ রাঢ় দেশের রাজপুত্র ছিলেন। তাঁর পিতা, রাজা সিংহবাহু তাকে নির্বাসন দেন। সাতশো অনুচরসহ নির্বাসিত বিজয়সিংহ লঙ্কাদ্বীপে সমুদ্রপথে গিয়ে উপস্থিত হন। আদিম অধিবাসীদের পরাস্ত করে সিংহল জয় করে বিজয়সিংহ সেখানকার এক রাজকুমারীকে বিয়ে করেন ও রাজরাষ্ট্র নামে রাজধানী স্থাপন করেন। বাঙালি সন্ততিকে দিয়ে সে দেশকে তিনি আচ্ছন্ন করে ফেলেন। তাঁর নামানুয়ায়ী লঙ্কাপ্রদেশের নতুন নাম হয় সিংহল। বিজয়সিংহের লঙ্কাবিজয়ের প্রাক্কালে লঙ্কায় অবতরণের একটি চিত্র অজন্তা গুহায় অঙ্কিত আছে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত পাঠ্য ‘আমরা’ কবিতায় বাঙালির অতীত গৌরব স্মরণ করতে গিয়ে বিজয়সিংহের শৌর্যের পরিচয় দিয়েছেন।

কীর্তি

বসুন্ধরা বীরভোগ্যা আর বাঙালিও দুর্বলচিত্ত নয়। সে যেমন যুদ্ধ করে রামচন্দ্রের প্রপিতামহের থেকে মোগল, বাদশাহ সবাইকে প্রতিরোধ করতে পারে তেমনই দেশজয় করারও ক্ষমতা রাখে। বিজয়সিংহের কীর্তি বাঙালির সেই রণজয়ী ইতিহাসের স্মারক, যা কবি এ কবিতায় তুলে ধরেছেন বাঙালির কীর্তিপ্রচারকালে।

Leave a Comment