আবহবিকার কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে

আবহবিকার কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে?
আবহবিকার কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে?
মাটির উর্বরতা বৃদ্ধিতে আবহবিকারের বিশেষ ভূমিকা রয়েছে। যথা—
• আবহবিকারের ফলে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে ভূপৃষ্ঠের ওপর যে আলগা আবরণ গড়ে ওঠে তাকে রেগোলিথ বলে। এই রেগোলিথ থেকে মাটি সৃষ্টির সময় খনিজগুলি মাটিতে যুক্ত হয় এবং মাটিকে উর্বর করে।
• জৈব যান্ত্রিক আবহবিকারে কেঁচো, পিঁপড়ে, ইঁদুর প্রভৃতি প্রাণী মাটির গভীরে বায়ু চলাচলের সুযোগ করে দিয়ে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে।
• জৈব রাসায়নিক আবহবিকারে গাছের পাতা, ফুল, ডালপালা, শিকড়, প্রাণীর দেহাবশেষ প্রভৃতি পচে গিয়ে মাটির সঙ্গে মিশে হিউমাসে পরিণত হয়। এই হিউমাস বিয়োজিত হয়ে মাটিতে বিভিন্ন খনিজের মিশ্রণ ঘটায়, যার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
এছাড়াও মৃত্তিকার প্রধান পুষ্টিমৌল যেমন – পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, লৌহ, ফসফরাস ইত্যাদি মূল শিলার গঠনকারী খনিজ, যেগুলি আবহবিকারের দ্বারা সৃষ্ট রেগোলিথের মাধ্যমেই মাটিতে মেশে।

Leave a Comment