আন্তর্জাতিক রাজনীতির ওপর রাশিয়ার বলশেভিক বিপ্লবের কী প্রভাব পড়েছিল

আন্তর্জাতিক রাজনীতির ওপর রাশিয়ার বলশেভিক বিপ্লবের কী প্রভাব পড়েছিল
আন্তর্জাতিক রাজনীতির ওপর রাশিয়ার বলশেভিক বিপ্লবের কী প্রভাব পড়েছিল?

ভূমিকা: 

রুশ বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্রের বিজয়কেতন উড়েছিল বিশ্বের দিকে দিকে। তাই এই বিপ্লবের আন্তর্জাতিক আবেদন সর্বজনস্বীকৃত। ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, ইউরোপ, ইটালি, লাতিন আমেরিকা, এশিয়া প্রভৃতি দেশে এই বিপ্লবের প্রভাব পরিব্যাপ্ত হয়েছিল।

আন্তর্জাতিক রাজনীতি ও বলশেভিক বিপ্লব :

① এই প্রথম নতুন অর্থনৈতিক ও সামাজিক আদর্শের ভিত্তিতে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব হয়।

② এই বিপ্লবের সাফল্য ও মার্কসবাদের সফল প্রয়োগ- অন্যান্য দেশেও শ্রমিক শ্রেণির মুক্তির আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছে; সাম্রাজ্যবাদ ও ধনতন্ত্রের স্থায়িত্ব সম্বন্ধে বিশ্বাস চূর্ণ করেছে। পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রে শ্রমিক শ্রেণি রাষ্ট্রক্ষমতা লাভ করায় আন্তর্জাতিক সর্বহারা শ্রেণি আপন ক্ষমতায় আস্থাবান হয়। সমাজতন্ত্র ও সাম্যবাদের আদর্শ শ্রমিক শ্রেণির বিপ্লবী চেতনা বৃদ্ধি করে।

③ রুশ বিপ্লবের প্রভাবে জার্মানিতে ‘হোহেনজোলার্ন’ রাজবংশ, অস্ট্রিয়াতে ‘হ্যাপসবার্গ’ রাজবংশ ও রাশিয়ার ‘রোমানভ’ রাজবংশের পতন ঘটে।

④ ভারতবর্ষে এই বিপ্লবের প্রভাবে ‘কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া’ (CPI) 1925 খ্রিস্টাব্দে গঠিত হয়। মানবেন্দ্রনাথ রায় প্রথম ভারতীয় রূপে ‘কমিউনিস্ট ইনটারন্যাশনাল’ নির্বাচিত হয়েছিলেন।

⑤ তুরস্ক ও চিনে বলশেভিক বিপ্লবের ব্যাপক প্রভাব লক্ষ করা যায়। চিনে ড. সান-ইয়াৎ সেন ও তুরস্কে মুস্তাফা কামাল পাশা যে জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলন শুরু করেন তার প্রধান উৎস হল রুশ বিপ্লব।

⑥ রাশিয়ার নভেম্বর বিপ্লব পৃথিবীর পরাধীন জাতিসমূহের মনে এক উন্মাদনা সৃষ্টি করেছিল। লেনিন ঘোষণা করেন যে, সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র বিশ্বের সর্বত্র নবজাগরিত জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং তাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে সাহায্য করবে। লেনিনের এই আশ্বাস এশিয়া ও আফ্রিকার মুক্তিকামী দেশগুলির জাতীয় মুক্তি আন্দোলনকে তীব্রতর করে তোলে। ভারতের স্বাধীনতা আন্দোলনেও রুশ বিপ্লবের প্রভাব নিতান্ত কম নয়।

⑦ মার্কস ও এঙ্গেলসের সাম্যবাদের প্রচার এবং বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক আন্দোলনকে সমন্বিত করবার জন্য লেনিনের উদ্যোগে 1919 খ্রিস্টাব্দে ‘থার্ড কমিউনিস্ট ইনটারন্যাশনাল’-এর অধিবেশন মস্কোতে অনুষ্ঠিত হয়। ফলে রুশ বিপ্লবের আদর্শ বিশ্বজনীন রূপ লাভ করে।

⑧ রুশ বিপ্লবের প্রভাবে মার্কসবাদের যথাযথ প্রয়োগ শুরু হয় ইউরোপের বহু দেশে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পোল্যান্ড, বুলগেরিয়া, রুমানিয়া ও চেকোশ্লোভাকিয়াতে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়।

⑨ সমাজতান্ত্রিক রাশিয়ার উত্থান পশ্চিমি দুনিয়ার কাছে যেন একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। খ্রিস্টধর্ম ও উদারপন্থার ভিত্তিতে গড়ে ওঠা পশ্চিমি সভ্যতা সম্পূর্ণ নতুন একটি আদর্শের সঙ্গে সংঘাতের মুখোমুখি এসে দাঁড়িয়েছিল।

⑩ সমাজতান্ত্রিক রাশিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে ইউরোপে ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছিল।

Leave a Comment