কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ প্রচলিত হওয়ার আগে অষ্টাদশ শতাব্দীর শেষ ও ঊনবিংশ শতাব্দীর প্রথমদিকে বেশ কয়েকজন চিন্তাবিদ সমাজতান্ত্রিক ভাবধারার প্রচার করেন। যাঁরা আদি সমাজতন্ত্রবাদী নামে পরিচিত। এঁদের মতবাদই আদি সমাজতন্ত্রবাদ নামে পরিচিত। এই সমাজতন্ত্রবাদীদের মধ্যে সাঁ সিমোঁ, রবার্ট আওয়েন, চার্লস ফ্যুরিয়র, জোসেফ প্রুধোঁ, লুই ব্যাঙ্কি প্রমুখ উল্লেখযোগ্য। তাঁরা আবার ইউটোপিয়ান বা কল্পনাবিলাসী সমাজতান্ত্রিক নামেও পরিচিত।
সাঁ সিমো:
আদি সমাজতন্ত্রবাদীদের মধ্যে প্রথম ছিলেন সাঁ সিমোঁ। তাঁর মতে-① সামাজিক শোষণ ও বৈষম্যের অবসান ঘটাতে হলে নব খ্রিস্টবাদের প্রয়োজন। ② ধনবণ্টনে বৈষম্যের কারণেই সমাজে ধনী ও দরিদ্র সৃষ্টি হয়েছে। ③ সমাজে ধনীদের দ্বারা দরিদ্ররা শোষিত হয়। তাঁদের বিশ্বাস ছিল, শিক্ষার প্রসার ঘটলে মালিকরা শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হবে। ⑤ সম্পত্তির মালিকানার ক্ষেত্রে পরিবর্তন ঘটলে সামাজিক বৈষম্যের অবসান ঘটবে।
সাঁ সিমোঁ মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্কের দ্বারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করতেন। যা বাস্তবে ছিল অবাস্তব। তা ছাড়া তিনি শ্রেণিসংগ্রামের গুরুত্ব উপলব্ধি করতে পারেননি। নানা ত্রুটি সত্ত্বেও তাঁর মতামত বিশেষ গুরুত্বপূর্ণ।
রবার্ট আওয়েন:
ইনি ‘ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক’ রূপে সুপরিচিত। তিনিই প্রথম ‘Socialism’ বা ‘সমাজতন্ত্রবাদ’ কথাটির ব্যাপক প্রচলন করেন। শ্রমিক কল্যাণে তিনি নানা পদক্ষেপ নেন। শ্রমিক কল্যাণে তিনি আদর্শ কারখানা, সমবায় বিপণি প্রতিষ্ঠা করেন।
চার্লস ফ্যুরিয়র:
চার্লস ফ্যুরিয়র ব্যক্তিগত সম্পত্তি ও পুঁজির বিরোধী ছিলেন। তিনি বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার তীব্র নিন্দা করেন। তিনি কমিউনভিত্তিক সমাজগঠনের কথা বলেছিলেন।
জোসেফ প্রুধোঁ:
জোসেফ প্রুধোঁ ধনতান্ত্রিক সমাজব্যবস্থার ঘোর বিরোধী ছিলেন। তিনি অবশ্য ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে রাষ্ট্র গঠনের কথা বলেন। এই ফরাসি চিন্তাবিদ আবার ‘নৈরাজ্যবাদের জনক’ রূপে পরিচিত।
লুই ব্ল্যাঙ্কি:
আদি সমাজতন্ত্রবাদীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফরাসি সমাজতান্ত্রিক লুই ব্ল্যাঙ্কি। তাঁর মতে, শ্রমিকরা সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী পারিশ্রমিক পাবে। তিনি চাইতেন রাষ্ট্রীয় উদ্যোগে কলকারখানা স্থাপিত হোক। তিনি শ্রমিকদের ভোটাধিকারেরও পক্ষপাতী ছিলেন।
মূল্যায়ন:
আদি সমাজতন্ত্রবাদ শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। তাই পরবর্তীকালে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রচার ও প্রসার ঘটে।