আগ্নেয় পর্বতের (Volcanic Mountain) বৈশিষ্ট্য লেখো |
আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য :
• সৃষ্টি : মূলত পাতের সঞ্চালন, ভূ-আলোড়ন কিংবা ভূপৃষ্ঠের ফাটল সৃষ্টির দ্বারা ভূ-অভ্যন্তরীণ গলিত পদার্থ উৎক্ষিপ্ত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়।
• অবস্থান: ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা পাতসীমানা বরাবর আগ্নেয় পর্বত দেখা যায়।
• গাঠনিক উপাদান: আগ্নেয়শিলা, ভস্ম, সিন্ডার প্রভৃতি দ্বারা এই পর্বত গঠিত হয়।
• আকৃতি: আগ্নেয় পর্বত সাধারণত শঙ্কু বা মোচাকৃতির হয়। তবে গম্বুজাকৃতিরও হয়ে থাকে।