অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলন
|
ভূমিকা
অহিংস-অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি
আন্দোলনের প্রধান লক্ষ্য: শ্রমিকশ্রেণি বিভিন্ন দাবিদাওয়া পূরণের লক্ষ্যে মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যেমন- মজুরি বৃদ্ধি, কাজের সময়সীমা হ্রাস প্রভৃতি।
নেতৃত্ব প্রদান: অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিকশ্রেণির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন চিত্তরঞ্জন দাশ, সুরেন্দ্রনাথ হালদার, যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ।
বাংলার বিভিন্ন স্থানে ধর্মঘট:
[1] অসহযোগ আন্দোলন শুরু হলে ইউরোপীয় মালিকানাধীন পাটকলের শ্রমিকরা ধর্মঘট করে।
[2] এ ছাড়া হাওড়ার সেন্ট্রাল জুটমিল, গার্ডেনরিচ ক্লাইভ এবং সাউথ ইন্ডিয়ান জুটমিল-এর শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন ও ধর্মঘট করে।
[3] স্বামী বিশ্বানন্দ ও স্বামী দর্শনানন্দের নেতৃত্বে রানিগঞ্জ, ঝরিয়া অঞ্চলের কয়লাখনির শ্রমিকেরা সংগঠিত হয়ে ধর্মঘট করে।
[4] যতীন্দ্রমোহন সেনগুপ্ত রেলপথ ও জলপথে স্টিমার পরিবহণের কর্মীদের সংগঠিত করেন এবং ধর্মঘট পালিত হয়।