অবরুদ্ধ প্রবহমান সম্পদ কাকে বলে |
অবরুদ্ধ প্রবহমান সম্পদ:
যে সম্পদ ক্রমাগত ব্যবহার করলেও নিঃশেষিত হয় না, তাকে প্রবহমান সম্পদ বলে। যেমন- সৌররশ্মি থেকে উৎপন্ন সৌরশক্তি।
কিন্তু, পুনর্ভব সম্পদের যথেচ্ছ ব্যবহারের ফলে অদূর ভবিষ্যতে এই সম্পদ সম্পূর্ণ বিনষ্ট হতে পারে নতুবা গচ্ছিত বা অপুনর্ভব সম্পদে পরিণত হবে। এ ধরনের রূপান্তরিত প্রবহমান সম্পদকে জিমারম্যান অবরুদ্ধ প্রবহমান সম্পদ বলে ব্যাখ্যা করেছেন।
উদাহরণ: অরণ্যভূমি প্রবহমান বা পুনর্ভব সম্পদ হলেও এর যথেচ্ছ ব্যবহার, বৃক্ষচ্ছেদন বৃদ্ধি পেলে এই সম্পদ ক্রমশ হ্রাস পেয়ে বিলুপ্ত হতে পারে।