অগ্ন্যুৎপাত কাকে বলে? অগ্ন্যুৎপাত সৃষ্টির কারণগুলি লেখো।

অগ্ন্যুৎপাত কাকে বলে? অগ্ন্যুৎপাত সৃষ্টির কারণগুলি লেখো
অগ্ন্যুৎপাত কাকে বলে? অগ্ন্যুৎপাত সৃষ্টির কারণগুলি লেখো।

অগ্ন্যুৎপাত (Volcanism) : 

ভূঅভ্যন্তরীণ শক্তির প্রভাবে সৃষ্ট জীবন ও সম্পত্তিহানিকারক ভয়ংকর বিপর্যয় হল অগ্ন্যুৎপাত। ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূঅভ্যন্তর থেকে গ্যাস, ধোঁয়া, বাষ্প, ছাইসহ প্রচণ্ড উত্তপ্ত ম্যাগমা নিঃশব্দে বা বিস্ফোরণ ঘটিয়ে যখন বাইরে বেরিয়ে আসে, তখন তাকে অগ্ন্যুৎপাত বলে।
অগ্ন্যুৎপাত বা অগ্ন্যুদ্গমের প্রধান কারণগুলি হল

• পাত সঞ্চারণ: 

ভূত্বক 7টি প্রধান এবং 20টি ছোটো পাত নিয়ে গঠিত। এই পাতগুলির সঞ্চারণই অগ্ন্যুৎপাতের প্রধান কারণ। যেমন—

(i) অভিসারী পাত সীমানায় দুটি পাতের মুখোমুখি সংঘর্ষে সাধারণত মহাদেশীয় পাতের নীচে ভারী সামুদ্রিক পাত প্রবেশ করে। নীচে ঢুকে যাওয়া পাতটি প্রচন্ড তাপে গলে গিয়ে ম্যাগমায় পরিণত হয় ও অগ্ন্যুৎপাত ঘটায়।
(ii) প্রতিসারী পাত সীমানায় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে ফাটল সৃষ্টি হয়। এই ফাটলের মধ্যে দিয়ে ম্যাগমা বেরিয়ে এসে অগ্ন্যুৎপাত ঘটায়।
(iii) নিরপেক্ষ পাত সীমানায় ট্রান্সফর্ম চ্যুতি সৃটির জন্য অগ্ন্যুদ্গমের সৃষ্টি হয়।

• ভূত্বকের দুর্বল স্থান বা শিলায় ফাটল ও চ্যুতি:

ভূত্বক সর্বত্র সমান পুরু ও শক্ত নয়। এ ছাড়া ভূ-আলোড়নে শিলায় অনেক ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। এগুলি হল ভূত্বকের দুর্বল স্থান। ওই সব দুর্বল স্থান দিয়ে ম্যাগমা, গ্যাস, বাষ্প বেরিয়ে এসে অগ্ন্যুদ্গম ঘটায়।

• তেজস্ক্রিয় পদার্থ: 

ভূগর্ভে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থাকে, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম। এরা তাপ বিকিরণ করে, ফলে ভূঅভ্যন্তরে তাপের মাত্রা বৃদ্ধি পেলে অগ্ন্যুৎপাত ঘটে।

• ভূঅভ্যন্তরে জলের অনুপ্রবেশ: 

শিলার ফাটল দিয়ে জল ভূঅভ্যন্তরে প্রবেশ করে এবং অত্যধিক তাপে তা বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাসের মিলিত চাপ ম্যাগমাকে ওপরে উঠতে বাধ্য করে।

• প্লিউমের উপস্থিতি: 

ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে। প্লিউমের ঊর্ধ্বমুখী চাপে ভূত্বক বিদীর্ণ হয় এবং অগ্ন্যুৎপাত ঘটে। 

Leave a Comment