অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলি চিহ্নিত করে তা আলোচনা করো |
পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হল সূর্য। বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির তাপের তারতম্য ঘটে বলে পৃথিবীতে নিম্নলিখিত তিনটি স্থায়ী তাপবলয় গড়ে উঠেছে—
(১) উষ্ণমণ্ডল (Torrid Zone):
অবস্থান: নিরক্ষরেখা (0°) থেকে 23/½° উত্তর এবং 23/½° দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত।
বৈশিষ্ট্য: (i) সূর্যরশ্মির পতন নিরক্ষীয় অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। (ii) দিন-রাত্রির দৈর্ঘ্য নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই 12 ঘণ্টা দিন ও 12 ঘণ্টা রাত্রি বিরাজ করে। (iii) গড় তাপমাত্রা – উয়মণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা 27°C। (iv) ঋতু – এখানে ঋতুবৈচিত্র্য দেখা যায় না, কারণ সারাবছর একটিই ঋতু (গ্রীষ্ম) বিরাজ করে।
(২) নাতিশীতোষ্ণমণ্ডল (Temperate Zone) :
অবস্থান: পৃথিবীর উভয় গোলার্ধের 23/½° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে 66½° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণমণ্ডল অবস্থিত।
বৈশিষ্ট্য: (i) সূর্যরশ্মির পতন সূর্যরশ্মি মাঝারি তির্যকভাবে (10° নাতিশীতোষ্ণমণ্ডলে 20° কোণে) পড়ে। (ii) প্রকৃতি – নাতিশীতোষ্ণমণ্ডলের ক্রান্তীয় অঞ্চল থেকে 45° অক্ষাংশ পর্যন্ত অঞ্চল কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও, 45° থেকে 66½° অক্ষাংশীয় অঞ্চল শীতল প্রকৃতির হয়ে থাকে। (iii) গড় তাপমাত্রা – নাতিশীতোষ্ণমণ্ডলের গড় তাপমাত্রা থাকে 27° -0° সেন্টিগ্রেডের মধ্যে। (iv) শ্রেণিবিভাগ – নাতিশীতোষ্ণমণ্ডল দুই প্রকার – (a) উয় নাতিশীতোষ্ণ মণ্ডল (23/½° উ:/দ: 45° উ:/দ:) এবং (b) শীতল নাতিশীতোষ্ণমণ্ডল (45° উ:/দ: – 66½° উ:/দ:)। •
(৩) হিমমণ্ডল (Frigid Zone):
অবস্থান: পৃথিবীর উভয় গোলার্ধের 66½° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত।
বৈশিষ্ট্য: (i) সূর্যরশ্মির পতন – হিমমণ্ডলে সারাবছর সূর্য অতি তির্যকভাবে কিরণ দেয়। (ii) দিন-রাত্রির দৈর্ঘ্য – এখানের কোনো কোনো স্থানে সারা বছর 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে। (iii) গড় তাপমাত্রা – হিমমণ্ডলের গড় তাপমাত্রা 0°C-এরও নীচে থাকে।