সবুজ বিপ্লব (Green Revolution) কি

সবুজ বিপ্লব

সবুজ বিপ্লব (Green Revolution) কি
সবুজ বিপ্লব (Green Revolution) কি

প্রেক্ষাপট

কৃষি ভারতের অন্যতম জাতীয় সম্পদ। স্বাধীনতা লাভের পর থেকে সর্বাঙ্গীণ উন্নতির জন্য ভারতে 5 বছর ব্যাপী পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়।
দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খাদ্যশস্যের চাহিদা, প্রাচীন পদ্ধতিতে চাষ, প্রাকৃতিক দুর্যোগ, দুর্বল মানবিক উপাদান প্রভৃতি কারণে 1960 সাল পর্যন্ত ভারতীয় কৃষি তেমনভাবে অগ্রগতি লাভ করতে পারেনি। 1963 সালে কৃষি বিজ্ঞানী ড. বোরলগের নেতৃত্বে ভারতীয় কৃষির আমূল পরিবর্তন ঘটে। কৃষির সার্বিক অগ্রগতির জন্য ষাটের দশকের শেষভাগে (1966-67) কতগুলি কর্মসূচি নেওয়া হয়।

কর্মসূচি

কৃষিতে উচ্চফলনশীল বীজের ব্যবহার, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, নিয়ন্ত্রিত জলসেচ ব্যবস্থার প্রসার, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, ভূমিসংস্কার ব্যবস্থা গ্রহণ, উন্নত বিপণন ব্যবস্থা, সার ও কীটনাশক ওষুধের প্রয়োগ, জমি ও ফসলের মালিকানা সত্ত্বেও সহজ শর্তে চাষিদের ঋণদান ও পরামর্শ দেওয়া প্রভৃতি।
উপরিউক্ত কর্মসূচিগুলি দেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়।

Leave a Comment