শিশুর বৃদ্ধি ও বিকাশ ছোটো প্রশ্ন ও উত্তর

সূচিপত্র

শিশুর বৃদ্ধি ও বিকাশ ছোটো প্রশ্ন ও উত্তর
শিশুর বৃদ্ধি ও বিকাশ ছোটো প্রশ্ন ও উত্তর

মানবশিশুর বৃদ্ধি বলতে কী বোঝ?

একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানবশিশুর দেহের আকার বা আয়তন, ওজন ও উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনই হল বৃদ্ধি।

বিকাশ বলতে কী বোঝ? অথবা, বিকাশ কাকে বলে?

বিকাশ হল ক্রম-উন্নয়নশীল সামগ্রিক গুণগত পরিবর্তনের প্রক্রিয়া।

মানবশিশুর বিকাশ বলতে কী বোঝ?

জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী সামগ্রিক গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া হল বিকাশ।

বৃদ্ধি বলতে কী বোঝ?

একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেহের আকার বা আয়তন, ওজন ও উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনই হল বৃদ্ধি।

বৌদ্ধিক বিকাশ বলতে কী বোঝ?

বৌদ্ধিক বিকাশ বলতে শিশুর সেই ধরনের বিকাশকে বোঝানো হয়, যার সাহায্যে সে জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সার্থকভাবে মানিয়ে নেওয়ার সাধারণ মানসিক ক্ষমতা অর্জন করে।

বৃদ্ধি ও বিকাশের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো।

বৃদ্ধি পরিমাণগত ও পরিমাপযোগ্য কিন্তু বিকাশ গুণগত ও পর্যবেক্ষণসাপেক্ষ।

শৃঙ্খলাবাদের তত্ত্বে কে বিশ্বাসী ছিলেন?

শৃঙ্খলাবাদের তত্বে প্লেটো বিশ্বাসী ছিলেন।

বাল্যকালের একটি চাহিদার উল্লেখ করো।

বাল্যকালের একটি চাহিদা হল খাদ্যের চাহিদা।

কৈশোরকালের একটি মনোবৈজ্ঞানিক চাহিদার উল্লেখ করো।

কৈশোরকালের একটি মনোবৈজ্ঞানিক চাহিদা হল আত্মপ্রকাশের চাহিদা।

শৈশব কাকে বলে?

শিশুর জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় শৈশব।

শৈশবের দৈহিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা, শৈশবের একটি দৈহিক বৈশিষ্ট্য উল্লেখ করো।

জন্মের পর প্রথম দু-বছরে শিশুর দৈহিক বিকাশ খুব দ্রুত হয়। দু-বছর থেকে পাঁচ বছর পর্যন্ত দৈহিক বৃদ্ধি আগের তুলনায় কম হয়। পায়ের বৃদ্ধি খুব দ্রুত হয়, দেহের উচ্চতার প্রায় অর্ধেক হয়। মস্তিষ্কের বৃদ্ধি ধীরে হয়, ঘাড়ের বৃদ্ধি মাঝামাঝি হয়।

শৈশবের একটি বিকাশমূলক বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা, শৈশবের একটি বৈশিষ্ট্য লেখো।

শৈশবে শিশুদের দৈহিক বিকাশ খুব দ্রুত গতিতে ঘটে।

বাল্যের যে-কোনো দুটি দৈহিক বৈশিষ্ট্য উল্লেখ করো।

বাল্যের দৈহিক বৈশিষ্ট্য হলㅡ[1] এই বয়সে দৈহিক বিকাশ অব্যাহত থাকে, তবে শৈশবের তুলনায় বিকাশের হার কিছুটা কমে আসে। [2] উচ্চতা 2 থেকে 3 ইঞ্চি বৃদ্ধি পায় এবং ওজন বাড়ে 2 থেকে 2½ কেজি।

কোন্ সময়কালকে মধ্যবাল্যকাল বলা হয়?

পাঁচ থেকে নয় বছর বয়স পর্যন্ত হল মধ্যবাল্য।

বাল্যকালের একটি সামাজিক চাহিদা লেখো।

বাল্যকালের একটি সামাজিক চাহিদা হল সহপাঠীদের সঙ্গে মেলামেশার চাহিদা।

কৈশোরের দুটি সামাজিক চাহিদার উল্লেখ করো।

[1] বিপরীত লিঙ্গের সঙ্গে মেলামেশার চাহিদা, [2] ক্লাব বা সংঘ গঠনের চহিদা।

কৈশোরের একটি মানসিক চাহিদা লেখো।

কৈশোরের একটি মানসিক চাহিদা হল সৃষ্টিমূলক কাজের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে চাওয়া।

মন্তেসরি পদ্ধতিতে ‘পরিচালিকা’ কারা?

মন্তেসরি পদ্ধতিতে পরিচালিকা হলেন শিক্ষিকা।

‘কাসা দাই বামবিনি’ (Casa Dai Bambini) কী? অথবা, ‘কাসা ডি বম্বিনি’ কী?

মাদাম মন্তেসরি প্রবর্তিত শিক্ষানীতিকে বাস্তবে রূপদানের জন্য একটি বিশেষ ধরনের বিদ্যালয় হল ‘কাসা দাই বামবিনি’। ‘কাসা দাই বামবিনি’ কথাটির অর্থ হল ‘শিশুদের জন্য গৃহ’।

ডাইড্যাকটিক অ্যাপারেটার্স কী?

মন্তেসরি বিদ্যালয়ে যে যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, তা ডাইড্যাকটিক অ্যাপারেটার্স নামে পরিচিত।

House of Children’ অপর কী নামে পরিচিত?

‘House of Children’ অপর যে নামে পরিচিত তা হল- ‘কাসাদাই বামবিনি’।

বাধ্যমিক শিক্ষা কীভাবে কৈশোরের চাহিদা পরিতৃপ্ত করে তার একটি উদাহরণ দাও। 

মাধ্যমিক শিক্ষা কৈশোরের জ্ঞান আহরণের চাহিদা পূরণে সহায়তা করে।

কিন্ডারগার্টেনে চারাগাছ ও মালি কারা?

কিন্ডারগার্টেনে শিশুরা হচ্ছে চারাগাছ, শিক্ষিকারা হলেন মালি।

ICDS কর্মসূচি কোথায় গ্রহণ করা হয়?

ভারত সরকার 1975-এ প্রথম ICDS কর্মসূচি গ্রহণ করে। মা এবং ছয় বছর বয়স পর্যন্ত শিশুর স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা, স্বাস্থ্য পরিসেবা, অনুপূরক খাদ্য সরবরাহ এবং প্রাক্-বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে ICDS কর্মসূচি গ্রহণ করা হয়।

Leave a Comment