মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)

মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)
মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)
সংযুক্তা: কালকে ক্লাস টুয়েলভের তমালিকাদির কি হয়েছে শুনেছিস?
আদৃতা: না। কেউ কিছু বলেনি তো। কি হয়েছে রে?
সংযুক্তা: মোবাইলে কথা বলতে বলতে স্কুল থেকে ফিরছিল। রাস্তা পেরোনোর সময় একটা গাড়ি ধাক্কা মারে। প্রাণে বাঁচলেও হাত-পা ভেঙে গেছে।
আদৃতা: সর্বনাশ। শিক্ষিত সচেতন মানুষ হয়ে আমরাই যদি প্রাথমিক বিষয়গুলোকে অবজ্ঞা করি, তাহলে বিপদ তো ঘটবেই।
সংযুক্তা: শুধু পথেঘাটে নয়, ঘরে-বাসে-স্টেশনে-হাসপাতালে মোবাইল ফোনের অত্যধিক ব্যবহারে প্রাণ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে না।
আদৃতা: সত্যিই। স্মার্ট ফোন আসার পরে তো লাগামছাড়া, আর কমবেশি বেশিরভাগ মানুষই যেন এই সংক্রমণের শিকার।।
সংযুক্তা: অথচ যদি নিছক প্রয়োজনের কথা ভাবিস, তাহলে এত ঘন ঘন দেখার, মানে ব্যবহারের কোনো দরকারই নেই।
আদৃতা: আসলে পুরোটাই আমাদের বাতিক আর নেশায় পরিণত হয়েছে।
সংযুক্তা: প্রাণ খুলে গল্প করা-বই পড়া-খেলা সব ভুলে আমরা মোবাইলের ওই ভার্চুয়াল মিথ্যে জগৎটাকে আঁকড়ে ধরে বাঁচব ভাবছি।
আদৃতা: বড়ো সত্যি কথা বলেছিস। এভাবে একাকিত্বকে কাটিয়ে ওঠা যায় না। বরং বিপদ বাড়ে-
সংযুক্তা: আর সেটাই ঘটছে। নানারকম বিপদের সম্মুখীন হচ্ছি আমরাও-
আদৃতা: মনঃসংযোগ, একাগ্রতা, নিষ্ঠা ও ধৈর্য যেমন কমছে; তেমনই অস্থিরতা, অসহন্বিতা ও চাঞ্চল্য বাড়ছে।
সংযুক্তা: তুই যখন এতটা সচেতেন। নিজে কি করিস।
আদৃতা: আগে বুঝতাম না। এখন নিজেই টের পেয়েছি। ফোন এলে কথা বলি। দরকারে নেট সার্চ করতেই হয়। তবে গেম-ফেসবুক বা অন্য কিছুর প্রতি কোনো আকর্ষণ নেই। মায়েরটা ফোনটা দিয়েই কাজ চলে যায়।
সংযুক্তা: আমারও তাই। প্রলোভনগুলো এড়িয়ে সমস্যাটা বুঝে ফেললে, আর কোনো ভয় থাকে না।

Leave a Comment