সুরক্ষা এখন মোবাইল অ্যাপে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৬ সেপ্টেম্বর: মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করতে উদ্যোগ নিল মোবাইলের সেফটি অ্যাপ। যে-কোনো স্মার্ট ফোনে ডাউনলোড করা যাবে এই ‘উইথ ইউ’ সেফটি অ্যাপ। বিপদে পড়লে পাওয়ার বাটনে দু-বার পুশ করলেই আপৎকালীন বা এসওএস মেসেজ পৌঁছে যাবে মোবাইলের তালিকায় থাকা প্রিয়জনদের কাছে। আর এই মেসেজে জানানো থাকবে বিপদে পড়ার কথা এবং লোকেশন। মেয়েদের সুরক্ষার কথা চিন্তা করে মাইক্রোসফটও বাজারে এনেছে ‘গার্ডিয়ান’ নামের সেফটি অ্যাপ। বিপদ এলে এসওএস বাটন প্রেস করলেই পরিবার এবং বন্ধুবান্ধবরা সতর্ক হয়ে যাবে। এরকম আর-একটি অ্যাপ ‘উইমেন সেফ সার্কল’। এই অ্যাপ চেনাপরিচিতদের কাছে পাঠিয়ে দেবে মেল। ব্ল্যাকবেরি আর অ্যান্ড্রয়েড ফোনের জন্য রয়েছে স্ক্রিম অ্যালার্ম। এটি পুশ করলেই মহিলার গলার চিৎকার শোনা যাবে। এতে কাছের লোকেরা সচেতন হবে। এ ছাড়া ‘ফাইট ব্যাক’ অ্যাপও আছে। এরা দাবি করেছে এরাই প্রথম মেয়েদের নিরাপত্তার কথা ভেবে আসা অ্যাপ। প্রযুক্তির দিক থেকে এই অ্যাপ খুবই উন্নতমানের। এমার্জেন্সি মেসেজ ছাড়াও ফেসবুক ও ই-মেল মারফত বিপদের খবর পৌঁছে যাবে প্রিয়জনদের কাছে। এই সুরক্ষা অ্যাপগুলি আসায় মানুষ অনেক নিশ্চিন্ত। তবে, মোবাইলের সিগন্যাল যদি ঠিক সময় কাজ না করে, তখন কী হবে- এ-বিষয়ে সন্দেহ দানা বাঁধছেই। ভরসা এটুকুই যে, বুদ্ধি করে স্মার্ট ফোন ব্যবহার করতে পারলে বিপদের আশঙ্কা কিছুটা হলেও কমবে।