মাধ্যমিক পরীক্ষার পরে কয়েকজন বন্ধু মিলে বিনা পয়সায় ১৫ ফুটপাথবাসী শিশুদের পড়াচ্ছে। -এই বিষয়ে প্রতিবেদন লেখো।

ফুটপাথের স্কুল থেকেই শুরু মানবতার উড়ান
ফুটপাথের স্কুল থেকেই শুরু মানবতার উড়ান

ফুটপাথের স্কুল থেকেই শুরু মানবতার উড়ান 

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১লা মে: চারপাশের স্বার্থপরতা এবং অমানবিকতার ভিড়ে একটু অন্যরকম খবর তৈরি হল শহর কলকাতায়। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটের উড়ালপুলের নীচে বেশ কিছু ফুটপাথবাসী মানুষের বাস। তাদের বিরুদ্ধে নানা অসামাজিক কাজের অভিযোগও আসে মাঝেমধ্যে। এদেরকেই সমাজের মূলস্রোতে ফেরানোর উদ্যোগ নিয়েছে এমন কয়েকজন যাদের কৈশোর এখনও শেষ হয়নি। স্থানীয় সাউথ পাইওনিয়ার স্কুলের সাত জন ছাত্র মাধ্যমিকের পরে নিজেদের প্রচেষ্টায় ওই ফুটপাথবাসী বাচ্চাদের লেখাপড়া শেখানোর উদ্যোগ নিয়েছে। তাদেরই একজন অভীক, আমাদের জানাল-“পড়াশোনার পরে এই তিন-চার মাস আমাদের কিছুটা ফাঁকা সময় থাকে। যদি কিছু ভালো কাজে নিজেদের জড়াতে পারি তাই এই উদ্যোগ।” সপ্তাহে চার দিন করে বসছে অভীকদের ফুটপাথের স্কুল। ছাত্রদের বয়স পাঁচ থেকে পনেরো। এরকম আঠারোটি বাচ্চাকে নিয়ে আপাতত স্কুল শুরু হয়েছে। বইপত্র বা খাতা পেন কেনায় সাহায্য করছেন তাদের বাড়ির লোকেরা। অভীক-সায়ন্তন-স্বপ্নিলরা দৃঢ়প্রতিজ্ঞ, যে এই চেষ্টাকে তারা ভবিষ্যতেও চালিয়ে নিয়ে যাবে। আর এই কাজের জন্য কৃতজ্ঞতা ঝরে পড়ল ফুটপাথেরই এক শিশুর মা মঙ্গলা দাসের কথায়। তাঁর মতে, সবাই তাঁদের ঘেন্না করে, কিন্তু এখন তাঁরা বুঝতে পারছেন যে তাঁদের কথা ভাবার জন্যও কেউ কেউ আছেন।

Leave a Comment