ভারতে ধান চাষের সমস্যা
ভারতে ধান চাষের সমস্যাগুলি আলোচনা করো |
ধান উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থানের অধিকারী। হলেও হেক্টর প্রতি ধান উৎপাদন ভারতে অনেক কম। জাপানে ও চিনে যেখানে হেক্টর প্রতি 6,266 kg এবং 6,687 kg ধান উৎপাদিত হয় সেখানে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদন 2,239 kg মাত্র (2011)। এর কারণগুলি নিম্নরূপ —
মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা
ভারতে ধান চাষের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে মৌসুমি বৃষ্টিপাতের ওপর। অনিশ্চিত মৌসুমি বায়ুর জন্য অতিবৃষ্টি ও অনাবৃষ্টি জনিত কারণে ধানের উৎপাদন হ্রাস পায়।
ক্ষুদ্রাকৃতি কৃষিজমি
ভারতের কৃষিব্যবস্থা ব্যক্তিগত মালিকানাধীন, ফলে জমিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হওয়ায় অনুন্নত পদ্ধতিতে চাষ করার ফলে হেক্টর প্রতি ধান উৎপাদন অনেক কম।
স্বল্প পুঁজি বিনিয়োগ
ভারতে ধান চাষে স্বল্প পুঁজি বিনিয়োগ করা হয়। পাঞ্জাব, হরিয়ানা ব্যতিরেকে অধিকাংশ অঞ্চলে জীবনধারণের উদ্দেশ্যে কৃষিকাজ করা হয়।
যন্ত্রপাতি ব্যবহারের অসুবিধা
ভারতের জমিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত এবং ব্যক্তিগত ঈর্ষার কারণেও কৃষি যন্ত্রপাতিগুলিকে কৃষিজমিতে প্রয়োগ করা যায় না বলে কৃষিজমির সর্বাধিক উৎপাদিকা শক্তিকে কাজে লাগানো যায় না, এই কারণেও হেক্টর প্রতি ধান উৎপাদন কম হয়।
নিরক্ষর কৃষক সম্প্রদায়
ভারতের অধিকাংশ কৃষক নিরক্ষর বা কম শিক্ষিত বা চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে অজ্ঞাত। ফলে, সঠিক সময়মতো জমিতে সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ করতে পারে না, ফলে মোট উৎপাদনের পরিমাণও ব্যাহত হয়।
গরিব কৃষক সম্প্রদায়
ভারতের অধিকাংশ কৃষক দারিদ্র্য সীমার নীচে বাস করে। ফলে, সময়মতো বীজধান ক্রয়, জলসেচের জন্য অর্থ প্রদান করতে পারে না বলে ফসল উৎপাদনের পরিমাণ কম হয়।
এ ছাড়া জমির উৎপাদিকা শক্তি হ্রাস, বিপণন ব্যবস্থার ত্রুটি, প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতি কারণেও ধানের উৎপাদন হ্রাস পায়।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা