ভারতে গম চাষের সমস্যাগুলি লেখো

ভারতে গম চাষের সমস্যা

ভারতে গম চাষের সমস্যাগুলি লেখো
ভারতে গম চাষের সমস্যাগুলি লেখো।
বর্তমানে ভারত গম চাষে উন্নতি করলেও বেশ কিছু সমস্যা থাকায় ভারত অন্যান্য উন্নত দেশগুলির থেকে পিছিয়ে আছে।

ভারতে গমের স্বল্প উৎপাদনশীলতা

মূলত গম উৎপাদনের মধ্য দিয়ে পাঞ্জাব, হরিয়ানায় সবুজ বিপ্লবের সূচনা হলেও ভারতে হেক্টর প্রতি গমের উৎপাদন কম।

পুরানো যন্ত্রপাতির ব্যবহার

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ প্রভৃতি কয়েকটি রাজ্য ছাড়া আধুনিক কৃষি যন্ত্রপাতির সঠিক ব্যবহার হয় না। ক্ষুদ্র কৃষিজমি, মূলধনের অভাব মূলত হেক্টর প্রতি গম উৎপাদনের স্বল্পতার প্রধান কারণ।

গমের চাহিদার অভাব

ভারতে দৈনন্দিন খাদ্যতালিকায় ভাতের প্রাধান্য থাকায় ধান চাষের অগ্রগতি হয়েছে। সেই তুলনায় গম চাষ উন্নতিলাভ করেনি।

সঠিক সংরক্ষণের অভাব

ভারতে বৈজ্ঞানিক উপায়ে গম সংরক্ষণের সঠিক ব্যবস্থা নেই। এ ছাড়া অল্প মূলধন বিনিয়োগ, বিপণন ব্যবস্থার ত্রুটি, ক্ষুদ্র ও প্রান্তিক চাষির প্রাধান্য গম চাষে স্বল্প উৎপাদনশীলতার কারণ।

Leave a Comment