ভারতের লৌহ-ইস্পাত শিল্পের সমস্যা
ভারতের লৌহ-ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো |
ভারতে লৌহ-ইস্পাত শিল্পের বিভিন্ন সমস্যাগুলি হল-
উন্নতমানের আকরিক লৌহের অভাব
ভারতে প্রাপ্ত লৌহ আকরিক উন্নতমানের নয়। এর মধ্যে অপদ্রব্যের মাত্রা বেশি থাকে, যার ফলে লৌহ-ইস্পাত শিল্পে উৎপন্ন ইস্পাত উন্নতমানের হয় না।
কোক কয়লার অভাব
ভারতে ইস্পাত শিল্পে বিটুমিনাস কয়লা ব্যবহার না করে 21% বেশি ছাইযুক্ত লিগনাইট কয়লা ব্যবহৃত হয়। ফলে, তাপশক্তির পরিমাণ কম হয়।
অন্যান্য কাঁচামালের অনুন্নত মান
লৌহ-ইস্পাত শিল্পে ব্যবহৃত চুনাপাথর ও ডলোমাইটের মধ্যে অপদ্রব্য বেশি থাকে, ফলে আকরিক লৌহ পরিস্তুতকরণের সময় ধাতুমলের পরিমাণ বেড়ে যায়। ফলে, উৎপাদিত ইস্পাতের মান হ্রাস পায়।
কাঁচামালের বর্ধিত মূল্য ও অত্যধিক পরিবহণ ব্যয়
দেশের সর্বত্র কাঁচামাল সমভাবে বণ্টিত হয়নি, ফলে একস্থান থেকে অন্যত্র কাঁচামাল পরিবহণ করতে ব্যয়ভার বেশি হয়।
বিদ্যুৎশক্তির অভাব
লৌহ-ইস্পাত কারখানাগুলিতে প্রায়ই বিদ্যুৎ ঘাটতি দেখা যায় যা ইস্পাত উৎপাদনে বাধার সৃষ্টি করে।
উৎপাদন ক্ষমতার আংশিক ব্যবহার
লৌহ-ইস্পাত কারখানাগুলি বেশিরভাগ তাদের ক্ষমতা অনুযায়ী উৎপাদন করে না, ফলে চাহিদা অনুযায়ী উৎপাদন হয় না।
শিল্পের রুগ্নতা
কম উৎপাদন, শ্রমিক অসন্তোষ, ব্যয়বহুল উৎপাদন ইত্যাদি কারণে বহু কারখানা দিনের পর দিন বন্ধ হয়ে পড়ে আছে বা রুগ্ন হয়ে পড়েছে।
ভারতীয় ইস্পাতের অধিক উৎপাদন ব্যয়
ভারতীয় ইস্পাতের উৎপাদনমূল্য আন্তর্জাতিক দামের তুলনায় 160% বেশি, ফলে ইস্পাতের মূল্য বেশি হয়।
পুরাতন যন্ত্রপাতি ও প্রযুক্তি
দেশের অধিকাংশ লৌহ-ইস্পাত কারখানাগুলি পুরাতন যন্ত্রপাতি ও প্রযুক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, ফলে উৎপাদিত ইস্পাতের গুণগত মান যেমন উন্নত নয় তেমনি উৎপাদনের পরিমাণও কম হচ্ছে।
ত্রুটিপূর্ণ সরকারি নীতি
সরকার অধীনস্থ ইস্পাত কেন্দ্রগুলিতে ত্রুটিপূর্ণ পরিচালন ব্যবস্থা, বিলম্বিত নীতি নির্ধারণ প্রভৃতি কারণে ইস্পাত শিল্পের অবনতি ঘটেছে।
উপরিউক্ত সমস্যাগুলি থাকা সত্ত্বেও 1993 সালে ইস্পাতের দাম ও বণ্টনের উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার ফলে বেসরকারি – উদ্যোগে এই শিল্পের অগ্রগতি ঘটেছে বলে মনে করা হয়।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা