ভারতের রেলপথ পরিবহণের সমস্যা বা অসুবিধাগুলি লেখো
ভারতের রেলপথ পরিবহণের সমস্যা বা অসুবিধাগুলি লেখো। |
ভারতের রেলপথ পরিবহণে নানাবিধ সমস্যা রয়েছে। যথা–
(ক) রেলপথের আধুনিকীকরণের যথেষ্ট অভাব রয়েছে।
(খ) দেশে ব্রডগেজ, মিটারগেজ, ন্যারোগেজ রেলপথ বিন্যস্ত হওয়ায় পণ্য ও যাত্রী পরিবহণে যেমন সময় বেশি লাগে, তেমনি ব্যয়ও বেশি হয়।
(গ) ভারতীয় রেলে যাত্রীদের ভাড়া ফাঁকি দেওয়ার প্রবণতার জন্য রেলের বহু আর্থিক ক্ষতি হয়। ফলে, উপযুক্ত পরিসেবাও পাওয়া যায় না।
(ঘ) বিশাল আকৃতি ও ভূমিরূপগত বৈচিত্র্যের কারণে ভারতে রেলপথের সম্প্রসারণ প্রয়োজনের তুলনায় কম।
(ঙ) পণ্য পরিবহণে উপযুক্ত রেলওয়াগনের অভাব রয়েছে। এ ছাড়া পচনশীল দ্রব্য পরিবহণের উপযুক্ত ব্যবস্থা নেই।
(চ) যাত্রী নিরাপত্তা ও তাদের সম্পত্তি সুরক্ষার অভাব ভারতীয় রেলের অন্যতম সমস্যা।
(ছ) উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও মেরামতির অভাবে ভারতীয় রেলে প্রায়শই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা