ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের সমস্যাগুলি লেখো।

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের সমস্যাগুলি লেখো।
ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের সমস্যাগুলি লেখো।
ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প উন্নত হলেও বেশ কিছু সমস্যা এই শিল্পে পরিলক্ষিত হয়। এই সমস্যাগুলি হল–

  • তথ্যপ্রযুক্তি শিল্পের বৃদ্ধির হার বর্তমানে 30% থেকে কমে 10-13% হয়েছে এবং এই বৃদ্ধির হার একক সংখ্যায় নেমে আসার সম্ভাবনা আছে। এর পিছনে রয়েছে কম বেতন, মেধার অভাব, বড়ো প্রকল্পের অভাব এবং ভিসার সমস্যা, অর্থনৈতিক অচলাবস্থা, বৈদেশিক মুদ্রার মূল্যের হ্রাসবৃদ্ধির ন্যায় বহির্জাত সমস্যা।
  • IT শিল্প ভারতে দুই দশকের বেশি সময় অতিবাহিত করা সত্ত্বেও বড়ো কোনো Project-এর অভাবে উন্নতি লাভ করেনি। ভারতে বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর প্রতিষ্ঠার খরচ ও রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি হওয়ায় বৈদেশিক কোম্পানিগুলি তাদের দপ্তর এখানে স্থাপন করলেও তাদের মূল কাজগুলি তারা নিজেদের দেশেই করে। 
  • বিদেশে ভারত থেকে Out- sourcing বন্ধ করার বিভিন্ন সময় যে রাজনৈতিক চাপ দেখা যায় তার ফলে বিদেশে প্রতিষ্ঠিত ।। হাবগুলি তাদের চাহিদা অনুযায়ী কর্মীদের জন্য VISA পাচ্ছে না। ফলে, তাদের স্থানীয় মানুষদের এই কাজে নিযুক্ত করতে হচ্ছে বেশি অর্থ ব্যয় করে। 
  • তথ্যপ্রযুক্তি শিল্পের অপর একটি সমস্যা হল যে এখানে বহু শিল্প প্রতিষ্ঠানের উপস্থিতি দেখা যায়। একই কাজে তাদের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। অর্থাৎ, একটি নির্দিষ্ট কাজে বা প্রকল্পে অনেক সময়েই একক নিজস্বতার অভাব দেখা যায়। 
  • তথ্যপ্রযুক্তি শিল্পে নিত্যনতুন আবিষ্কারের অভাব দেখা যায়। অর্থাৎ, ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের ক্ষেত্রে গবেষণার অভাব আছে। বর্তমানে স্মাট ফোন প্রযুক্তি চলে আসা সত্ত্বেও ভারতীয় কোম্পানি নতুন ধরনের Application তৈরিতে তেমন দৃষ্টান্তমূলক কোনো উন্নতি ঘটাতে পারছে না। 
  • ভারত বিভিন্ন বৈদেশিক তথ্যপ্রযুক্তি সংস্থাকে দেশে নিয়ে আসলেও এই কোম্পানিগুলি দেশীয় পরিস্থিতি ও কাজের পরিবেশের কারণে নিজেদের সমস্ত সিদ্ধান্ত রূপায়ণ করতে পারছে না।
উপরিউক্ত সমস্যাগুলি থাকলেও বিগত দুই দশক ধরে ভারত তথ্যপ্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থানে পরিণত হয়েছে। ভারতীয় সংস্থাগুলির মধ্যে TCS, Cognizant প্রভৃতি প্রতিষ্ঠানগুলি বেশ কিছু গবেষণামূলক কাজের মাধ্যমে নতুন নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টির জন্য বেশ কিছু Mobile Application তৈরির চেষ্টা করছে এবং তাতে তারা সফলও হচ্ছে।

Leave a Comment