প্রবল বৃষ্টির দিনে দূরভাষে (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ) |
মধু: হ্যালো, হ্যালো কে? মানবী? শুনতে পাচ্ছিস?
মানবী : হ্যাঁ কে? মধু, বল, কী করছিস আজকের দিনে?
মধু: কী আর করব বল, সকাল থেকে যেভাবে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে চলেছে, আর সঙ্গে প্রবল হাওয়া, ভালো লাগছে না।
মানবী: আমার কিন্তু এই রকমের দিন ভীষণ ভালো লাগে। তাই এখন আমি গুটিসুটি হয়ে জানালার ধারে বসে গরম গরম তেলেভাজা আর চা খাচ্ছি।
মধু: দূর, যেভাবে চারিদিক কালো হয়ে আছে, আমার মনে হচ্ছে এই বৃষ্টি থামতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে।
মানবী: উদ্, তাহলে তো আরও মজা। মা নিশ্চই খিচুড়ি আর আলুভাজা বানাবে। ভাবলেই আমি আবেগপূর্ণ হয়ে পড়ছি।
মধু : আসলে কী বলত, আমার বাড়ির সামনে বৃষ্টি হলেই জল জমে যায়, সন্ধ্যাবেলায় বাবার অফিস থেকে বাড়ি আসতে একটু অসুবিধা হয়। তা ছাড়া আমার একদম এই বিষণ্ণতা ভালো লাগে না।
মানবী: তবে আমার এই মেঘাবৃত আকাশ, নির্জন পথঘাট, অবিশ্রান্ত বৃষ্টি বেশ লাগে রে, আমার এখন গলা ছেড়ে গাইতে ইচ্ছে করছে ওই গানটা- ‘বাদল-বাউল বাজায় রে একতারা/সারা বেলা ধরে ঝরোঝরো ঝরো ধারা’।
মধু: আচ্ছা শোন মা ডাকছে মনে হয় ছাদে যাবে বলে ছাতা চাইছে। এখন রাখি পরে কথা হবে। মানবী: আচ্ছা ঠিক আছে।