প্রতিবেশী দুই দেশের বিবাাদ দুই দেশের ক্ষতি (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)

প্রতিবেশী দুই দেশের বিবাাদ দুই দেশের ক্ষতি (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)
প্রতিবেশী দুই দেশের বিবাাদ দুই দেশের ক্ষতি (এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ)
অর্ক: ভারত-পাকিস্তানের এই সীমান্তবর্তী উত্তেজনা-গুলি বিনিময়-সীমানা লঙ্ঘনের মতো বিষয়গুলিকে আজকাল কেমন ছেলেমানুষি বলে মনে হয় না সায়ন।
সায়ন: অবশ্যই; আর ছেলেমানুষির সঙ্গে আছে হঠকারিতা। যদিও এ বিষয়ে দুদেশের রাষ্ট্রনায়কদেরই অবদান আছে।
অর্ক: আমরা সাধারণ মানুষেরা কিন্তু সহজেই বুঝি ঝগড়া-কলহ কিংবা দীর্ঘস্থায়ী বিবাদ কখনই কোনো দেশেরই মঙ্গাল করে না।
সায়ন: তুই বল না, কোনো মানুষ তার পাশের বাড়ির মানুষের সঙ্গে ঝগড়া করে কি ভালো থাকতে পারে। বরং তাতে উভয়ের ক্ষতি হয়। তারা মনেপ্রাণে চেষ্টা করে যে-কোনো রকমের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে-
অর্ক: ঠিক তাই; আর দেশের ক্ষেত্রে এ কথা আরও গভীরভাবে প্রযোজ্য। কারণ এক্ষেত্রে বহু মানুষের ভালো-মন্দ জড়িয়ে থাকে। সুতরাং ভারত-বাংলাদেশ-পাকিস্তান-নেপাল-ভুটান কিংবা শ্রীলঙ্কার মতো প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্ভাব বজায় থাকা উচিত।
মায়ন: এসব দেশগুলির সাধারণ মানুষের মধ্যে কিন্তু কোনো পারস্পরিক ঘৃণা কিংবা বিদ্বেষ নেই। সমস্যাগুলি রাজনৈতিক এবং কুটনৈতিক স্তরে।
অর্ক: সেগুলি সবই দীর্ঘস্থায়ী আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায়। উভয়কেই বুঝতে হবে বিবাদে ক্ষতি, বোঝাপড়ায় লাভ।
সায়ন: এই আন্তরিকতা আর সদিচ্ছা দেখালে ভারত আর তার প্রতিবেশী রাষ্ট্রগুলি সত্যিই আরও শক্তিশালী হয়ে উঠবে।

Leave a Comment